Question:Rafi Co Ltd. এর প্রতিটি শেয়ার ১০০ টাকা করে ২০,০০০ শেয়ারের মূল্য তলব করে তলবে শেয়ার প্রতি ৫০ টাকা (অবহার ব্যতীত) করে চাওয়া হয়। শেয়ার প্রতি ৫ টাকা অবহার এবং তলবেই তা হিসাবভুক্ত করা হয়। যখন তলবের টাকা নগদ পাওয়া যাবে তখন জাবেদা হবে-
A ব্যাংক/নগদান হিসাব ডেবিট ১০,০০,০০০ শেয়ার তলব হিসাব ১০,০০,০০০
B শেয়ার তলব হিসাব ডেবিট ১০,০০,০০০ মূলধন হিসাব ১০,০০,০০০
C ব্যাংক/নগদার হিসাব ডেবিট ৯,০০,০০০ শেয়ার মূলধন ৯,০০,০০০
D কোনটিই নয়
+ Explanationতলবে অবহার থাকলে তলবের টাকা যখন পাওয়া যাবে তখন অবহার ব্যতিত বাকী টাকা পাওয়া যাবে এবং উক্ত টাকার জন্য জাবেদা দিতে হবে। এখানে, তলবে টাকার পরিমাণ ৫০ এবং শেয়ার সংখ্যা ২০০০ । সুতরাং জাবেদা হবে নগদ/ব্যাংক/ব্যাংক হিসাব ডেবিট ১০,০০,০০০/- টু শেয়ার তলব হিসাব ১০,০০,০০০ /-।