Question:একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ৩,৬০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়। শেয়ার প্রিমিয়ামের টাকা কত?
A ১,৪০,০০০ টাকা
B ২,১০,০০০ টাকা
C ৬০,০০০ টাকা
D ১,৫০,০০০ টাকা
+ Explanationশেয়ার মূল্য প্রতিটি ১০ টাকা হওয়ায় ৩০,০০০ শেয়ারের মূল্য দাড়ায় (৩০,০০০x১০)=৩,০০,০০০কিন্তু, ৩০,০০০ শেয়ারবাবদ আদায় হয়েছে ৩,৬০,০০০ টাকা
সুতরাং ৩০,০০০ শেয়ারে প্রিমিয়াম বাবদ আদায় হয়েছে
=(৩,৬০,০০০-৩,০০,০০০) টাকা=৬০,০০০ টাকা
আবার, প্রতিটি শেয়ার মূল্য ১০ টাকা হওয়ায় ৫০,০০০ শেয়ারের মূল্য দাড়ায়= (৫০,০০০x১০)= ৫,০০,০০০ টাকা
কিন্তু ৫০,০০০ শেয়ারবাবদ আদায় হয়েছে ৬,৫০,০০০ টাকা
সুতরাং ৫০,০০০ শেয়ার প্রিমিয়াম বাবদ আদায় হয়েছে =(৬,৫০,০০০-৫,০০,০০০) টাকা=১,৫০,০০০ টাকা ।
প্রিমিয়াম বাবদ মোট আদায় হয়েছে।
=(১,৫০,০০০০+৬০,০০০) টাকা=২,১০,০০০ টাকা।