Question:একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা হারে ১০০,০০ শেয়ার। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩৭০,০০০ টাকা এবং ৫০,০০০ শেয়ার ৬৪০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হলে প্রিমিয়ামের টাকা কত?
A ১৫০,০০০ টাকা
B ১৪০,০০০ টাকা
C ২১০,০০০ টাকা
D ৬০,০০০ টাকা
E ৮০,০০০০ টাকা
+ Explanationএখানে শেয়ারের লিখিত মূল্য ১০ টাকা।
প্রতিটি ১০ টাকা করে ৩০০০০ শেয়ারের মূল্য=৩০০০০x১০
=৩০০০০০ টাকা। ৩০০০০ শেয়ার ৩৭০০০০ টাকার বিলি করা হলে ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ=৩৭০০০০-৩০০০০=৭০০০০ টাকা।
প্রতিটি ১০ টাকা করে ৫০০০০ শেয়ারের মূল্য
=৫০০০০x১০=৫০০০০০ টাকা।
৫০০০০ শেয়ার ৬৪০০০০ টাকায় বিক্রয় করা হলে প্রিমিয়ামের পরিমাণ
=৬৪০০০০-৫০০০০=১৪০০০০ টাকা।
অতিএব, প্রিমিয়ামের মোট পরিমাণ=৭০০০০+১৪০০০০=২১০০০০ টাকা।