+ Explanationযে সমস্ত হিসাব সমূহ সরাসরি প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবী/অধিকারকের কারে তাদেরকে বলা হয় মালিকানা। কোম্পানির মালিকানা স্বত্ত্বের অংশ গুলোর মধ্যে রয়েছে (ক) পরিশোধিত মূলধন, (খ) রিজার্ভ (ঘ) মূলধন সঞ্চিতি রিজার্ভ (ঙ) শেয়ার প্রিমিয়াম/শেয়ার অধিহার ইত্যাদি কিন্তু (গ) বন্ড হচ্ছে এক ধরনের ঋণ বা ঋণপত্র যা কোম্পানির দায়।