Question:কোম্পানির উদ্ধর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?
A ১৯২৩ সালে
B ১৯৩৪ সালে
C ১৯৭২ সালে
D ১৯৮৪ সালে
E ১৯৯৪ সালে
/102
+ Answer
E
+ Explanation১৯৯৪ সালের কোম্পানী আইন অনুসারে কোম্পানীর উদ্ধর্তপত্রের ছক তৈরিতে ‘ফরম এফ’ এর ব্যবহার রহিত করা হয় এবং তফসিল ‘১১-তে উল্লেখিত ছক অনুসারে এর মূলধন, দায় ও সম্পদ সম্পত্তি সমূহ সাজিয়ে প্রদর্শন করতে হয়।