Question:২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়:
A ৪০,০০০ বেড়েছে
B ১,৪০,০০০ কমেছে
C ৪০,০০০ কমেছে
D ১,৪০,০০০ বেড়েছে
E অপরিবর্তিত রয়েছে
+ Explanationকোনো প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কমে গেলে মালিকানা স্বত্ব কমে যায়। অন্যদিকে দায় কমে গেলে মালিকানা স্বত্ব বেড়ে যায়। ফলে সম্পত্তি ৫০,০০০ টাকা কমে যাওয়া এবং দায় ৯০,০০০ টাকা কমে যাওয়ায় ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর মালিকানা স্বত্ব (৯০,০০০-৫০,০০০)=৪০,০০০ টাকা বেড়ে গেছে।