Question:নীচের দায়গুলির কোনটি কোম্পানীর পক্ষে কোন খরচ সৃষ্টি করে না?
A প্রদেয় মূল্য সংযোজন কর
B প্রদেয় আয়কর
C প্রদেয় সম্পত্তি কর
D প্রদেয় অনুমিত ওয়ারেন্টি
/102
+ Answer
A
+ Explanationকোন কোম্পানির পক্ষে বা ব্যবসায়ের পক্ষে প্রদেয় মূল্য সংযোজন কর কোন খরচ সৃষ্টি করে না। কারণ, পণ্যের উপর মূল্য সংযোজনকর সরকার কর্তৃক ধার্য করা হয় এবং তা উক্ত ব্যবসায় প্রতিস্ঠাান ভোক্তাদের নিকট হতে আদায় করে নেয়। অর্থাৎ মূল্য সংযোজন কর চুড়ান্তভাবে ভোক্তারা বহন করে এবং এটি সরকারের একটি আয়