নীট স্বত্ব বলতে সাধারণত মালিকানা স্বত্বকে বুঝায়। আর মালিকানা স্বত্ব হল মালিক কর্তৃক কারবারে সরবরাহকৃত সম্পদ বা অর্থ যা মূলধন নামে পরিচিত। নীট স্বত্ব নির্ণয়ের সূত্র হল মোট সম্পত্তি (-) মোট দায়=নীট স্বত্ব।