Question:নিম্নের কোনটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে কম গুরুত্বপূর্ণ বাতিল
A ত্বরিৎ বা এসিড টেস্ট অনুপাত
B চলতি অনুপাত
C দায় অনুপাত
D পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত নগদান প্রবাহ
E উপরের কোনটিই নয়
/168
+ Answer
C
+ Explanationঅপশন ক. এ ত্বরিৎ অনুপাত= ত্বরিৎ সম্পত্তি/ত্বড়িৎ দায় এখানে ত্বরিৎ সম্পত্তি ও ত্বরিৎ দায় তারল্যের নির্দেশক। (ঘ) চলতি অনুপাতের উপাদানগুলো হল, সকল চলতি সম্পত্তি যেমন- নগদ টাকা, দেনাদার, ব্যাংক ইত্যাদি। চলতি দায় হল পাওনাদার, ব্যাংক ঋণ, প্রদেয় হিসাবসমূহ প্রভতি যা স্বল্পকালীন তারল্যের নির্দেশ করে। অপশণ (ঘ) নগদ প্রবাহ যা স্বল্পকালীণ তারল্যের পরিচয় বহ অপশন (গ) দায় অনুপাত হল-মোট দায় ও মোট সম্পত্তির অনুপাত যা স্বল্পকালীন তারল্য নির্দেশ করে না।