+ Explanationপ্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে (ক) বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কারবারের দক্ষতার পরিচয় বহন করে সবচেয়ে বেশি। কারণ মোট মুনাফাকে নীঠ বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করে বিক্রয়ের উপর মোট মুনাফার হার নির্ণয় করা হয়ে থাকে। মোট মুনাফা যত বেশি হবে, বোঝা যাবে কারবারের বিক্রয় ব্যবস্থা তত বেশি দক্ষ।