+ Explanationকোম্পানির চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (ক) চলতি অনুপাত, এটি হচ্ছে অনুপাত যা কারবারের দক্ষতার পরিচয় বহন করে (খ) মুনাফার অনুপাত, কারবারের দ্রুত দেনা বা ত্বরিৎ দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (ঘ) দ্রুত অনুপাত যার অপর নাম ত্বরিৎ অনুপাত যা তারল্য অনুপাতের অন্তর্গত। সকল সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে কারবার/প্রতিষ্ঠানের দায় বা ঋণ পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (গ) ঋণ মূলধন অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত প্রভৃতি।