কোম্পানির তারল্য অনুপাত নির্ণয় করা হয় তার তারল্য দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য। এর অন্তর্গত অনুপাত গুলো হলো চিলতি অনুপাত, ত্বরিৎ/এসিড টেস্ট/দ্রুত অনুপাত, পাপ্য আবর্তণ অনুপাত, মজুদ আবর্তণ অনুপাত ইত্যাদি।