+ Explanationকোন ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য চলতি সম্পত্তিতে যে পরিমাণ টাকা নিয়োজিত থাকে তা হল চলতি মূলধন বা কার্যকরী মূলধন। অন্যভাবে চলতি সম্পত্তি হতে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন পাওয়া যায়। সুতরাং চলতি মূলধনের অংশ বা উপাদান বলতে চলতি সম্পত্তি ও চলতি দায়ের উপাদান সমূহকে নির্দেশ করে এগুলো হলো-নগদ তহবিল, ব্যাংক জমা, মজুদ মাল, অগ্রিম খরচাবলী, প্রাপ্যবিল, দেনাদার, পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, উত্তোলন, বকেয়া খরচাবলী, ঘোষণাকৃত লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, স্বল্প মেয়াদী লোন ইত্যাদি। ইহা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি হতে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। ইহার আধিক্য প্রতিষ্ঠানের অলসতহবিল এবং স্বল্পতা তারল্য সংকট বৃদ্ধি করে।