Question:২০১০ সালে কিবরিয়া কোম্পানি লিঃ এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা। কিবরিয়া লিঃ এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?
+ Explanationসাধারণ শেয়ারহোল্ডার ব্যতীত অন্যান্য শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং অন্যান্য পাওনা শোধ দেয়ার পর যে লভ্যাংশ থাকে তাকে সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ার প্রতি আয় নির্ণয় করা যায়।
সুতরাং শেয়ার প্রতি আয়=`১২,০০,০০০-২,৫০,০০০/১,৯০,০০০`=৫.০০
অতেএব প্রশ্নটির জন্য সঠিক উত্তরে অপশন হলো খ।