+ Explanation(খ) দায়-মালিকানা অনুপাত প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদী দায়ের বিপরীতে মালিকানা স্বত্ব বা মূলধনের নির্দেশ করে। প্রতিষ্ঠানের সাধারণ মূলধন বা মালিকানা স্বত্বকে স্থির খরচ যুক্ত তহবিল দ্বারা ভাগ করলে (গ) মূলধন গিয়ারিং অনুপাত পাওয়া যায় যা স্বল্পমেয়াদী স্বচ্ছলতা প্রকাশ করে না। (ঘ) নীট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের বিক্রয় দক্ষতা প্রকাশ করে (ক) চলতি অনুপাত-চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। যা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী স্বচ্ছলতার প্রতীক।