+ Explanationচলতি অনুপাত, ত্বরিত অনুপাত, নীটলাভ অনুপাত কার্যকরি মূলধন অনুপাতগুলো হলো স্বল্প মেয়াদী স্বচ্ছলতার পরিচালক। এখানে মূলধন গিয়ারিং অনুপাত যা নির্ণয় করা হয় স্থির খরচ যুক্ত তহবিলকে সাধারণ শেয়ার মালিকানা তহবিল দ্বারা ত্যাগ করে। এটি দীর্ঘমেয়াদী স্বচ্ছলতা নির্দেশ করে।