Question:করিম ১৯৯২ সালে ১৭ই মার্চ তারিখে তার গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুদ পণ্য অগ্নি দুর্ঘটনায় হারায়। বিগত ১৯৯১ সালের ৩১ শে তারিখে তার মজুদ পণ্যের ক্রয়মূল্য ছিল ১,৯৫০ টাকা, তখন হতে ১৯৯২ সনের ১৭ই মার্চ পর্যন্ত ক্রয়ের পরিমাণ ৬,৮৭০ টাকা, এবং উক্ত সময়কালের বিক্রয়ের পরিমাণ ৯,৬০০ টাকা। শতকরা ২০ টাকা হারে মুনাফা কা হয় সকল বিক্রয়ের উপর। ক্রয়মূল্যের অগ্নিভস্মিভূত পণ্যের মূল্য কত?
A ১,২০০ টাকা
B ১,১৪০ টাকা
C ১,৩০০ টাকা
D ১,৫০০ টাকা
+ Explanationবিক্ররে উপর শতকরা ২০ টাকা হারে লাভ হলে মোট লাভ হয়=(৯,৬০০x২০%) টাকা=১,৯২০ টাকা
অতএব বিক্রিত পণ্যের ব্যয়=(৯,৬০০-১,৯২০) টাকা=৭,৬৮০ টাকা
যেহেতু, আগুনে সকল পণ্যেই ভস্মিভূত হয়েছে সেহেতু সমাপনী মজুদ পণ্য আগুনে বিনষ্ট হয়েছে।
আমরা জানি, সমাপনী মজুদ
=প্রারম্ভিক মজুদ+ক্রয়কৃত পণ্যে ব্যয়-বিক্রিত পণ্যের ব্যয়।
এখানে, দেয়া আছে, প্রারম্ভিক মজুদ
=১,৯৫০ টাকা, ক্রযকৃত পণ্যের ব্যয় ৬,৮৭০ টাকা
সুতরাং সমাপনী মজুদ=(১,৯৫০+৬,৮৭০-৭,৬৮০)=১,১৪০ টাকা
অর্থাৎ ক্রয় মূল্যের অগ্নি ভস্মিভূত পণ্যের মূল্য ১,১৪০ টাকা।