Question:করিম ১৯৯২ সালে ১৭ই মার্চ তারিখে তার গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুদ পণ্য অগ্নি দুর্ঘটনায় হারায়। বিগত ১৯৯১ সালের ৩১ শে তারিখে তার মজুদ পণ্যের ক্রয়মূল্য ছিল ১,৯৫০ টাকা, তখন হতে ১৯৯২ সনের ১৭ই মার্চ পর্যন্ত ক্রয়ের পরিমাণ ৬,৮৭০ টাকা, এবং উক্ত সময়কালের বিক্রয়ের পরিমাণ ৯,৬০০ টাকা। শতকরা ২০ টাকা হারে মুনাফা কা হয় সকল বিক্রয়ের উপর। ক্রয়মূল্যের অগ্নিভস্মিভূত পণ্যের মূল্য কত? 

A ১,২০০ টাকা 

B ১,১৪০ টাকা 

C ১,৩০০ টাকা 

D ১,৫০০ টাকা 

+ Answer
+ Explanation
+ Report
Total Preview: 1325

Copyright © 2024. Powered by Intellect Software Ltd