Question:একজন ব্যবসায়ী ৫০ ইউনিট উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে
কাঁচামাল ৩,০০০ টাকা, মজুরী ১,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?
+ Explanationদেয়া আছে, ৫০ ইউনিটের উৎপাদন ব্যয় হলঃ কাঁচামাল ব্যয় ৩,০০০ টাকা, মজুরী ১,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় কাঁচামালের ২০%
অর্থাৎ কারখানা উপরি ব্যয়=৩,০০০x২০%=৬০০ টাকা
এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যায়ের ২৫% অর্থাৎ বিক্রয় খরচ=৬০০x২৫%=১৫০ টাকা।
সুতরাং, ৫০ ইউনিট উৎপাদন করতে মোট ব্যয় হয়=কাঁচামাল+মজুরী+কারখানা উপরি ব্যয়+বিক্রয় খরচ
=(৩,০০০+১,০০০+৬০০+১৫০) টাকা=৪,৭৫০ টাকা।
অতএব, প্রতি ইউনিটের মোট ব্যয়= (৪,৭৫০ ভাগ ৫০) টাকা=৯৫ টাকা।
ইউনিট প্রতি লাভ ধরতে হবে মোট ব্যায়ের ২০%। অতএব মোট লাভ (ইউনিট প্রতি)=৯৫x২০%=১৯ টাকা
আমরা জানি, বিক্রয়=মোট ব্যয়+লাভ=(৯৫+১৯) টাকা=১১ টাকা।
সুতরাং প্রতি ইউনিট ১১৪ টাকায় বিক্রয় করলে মোট ব্যায়ের উপর ২০% লাভ হবে।