উৎপাদন ব্যয় হিসাবের বিভিন্ন প্রত্যক্ষ সুবিধাদির মধ্যে রয়েছে। অলাভজনক ও লাভজনক পণ্য চিহ্নিত করা; ব্যয় নির্ধারণ; মাপনীমজুদ পণ্য মূল্যায়ন: ব্যয় সংকোচন: ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন: টেন্ডার মূল্য নির্ধারণ: কর্ম মূল্যায়ন; দক্ষতা যাটচাই; বাজেট প্রণয়ন প্রভৃতি। অতএব অপশন (ঘ) কর্মচারীদের প্রণোদিত করণ যা উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ সুবিধার অন্তর্ভুক্ত নয়্