Question:একটি আর্থিক বর্ষে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নলিখিত ব্যয়সমূহ করে: প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় ৪,৮০,০০০ টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয় ৩,৫,০০০ টাকার কাঁচামাল, প্রত্যক্ষ মজুরী ৪,০০,০০০ টাকা। কারখানা উপরিব্যয় খরচ মজুরী ব্যয়ের ৮০% চার্জ করা হয়। উক্ত বর্ষে আসলে কারখানা উপরিব্যয় বাবদ ৩,৭৫,০০০ টাকা ব্যয় হয়। বিক্রয় ও সরবরাহ খরচ ২,৫০,০০০ টাকা। উক্ত বর্ষে কোন প্রারম্ভিক বা সমাপ্তি মজুদ ছিল না। উক্ত বর্ষে উৎপাদিত পণ্যের ব্যয় টাকায় কত? 

A ১১,৫০,০০০ টাকা 

B ১৪,৫০,০০০ টাকা 

C ১০,৯৫,০০০ টাকা 

D ১৩,৪৫,০০০ টাকা 

E ১৫,০৫,০০০ টাকা 

+ Answer
+ Explanation
+ Report
Total Preview: 536

Copyright © 2024. Powered by Intellect Software Ltd