Question:‘কে’ কোম্পানীর ৩১শে ডিসেম্বর ২০০৬ বর্ষশেষের কার্যাবলীর তথ্য নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয় সংক্রান্ত খরচ ১,২৫,০০০ টাকা। মোট মুনাফার হার ৩০%, প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা, ২০০৬ সনের শেষে মজুদ ৮০,০০০ টাকা এবং ২০০৬ সালের প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা। ২০০৬ সনের বিক্রিত পণ্যের ব্যয় টাকায় কত?
A ৭,০০,০০০ টাকা
B ৬,৮০,০০০ টাকা
C ৫,৭৫,০০০ টাকা
D ৫,৫৫,০০০ টাকা
E ৮,৭৫,০০০ টাকা
+ Explanationউৎপাদন ব্যয় বিবরণী অনুযায়ী, বিক্রীত পণ্যের ব্যয়+মুনাফা=বিক্রয় সুতরাং, বিক্রীত পণ্যের ব্যয়=বিক্রয়-মুনাফা
= ১০,০০,০০০ টাকা-৩,০০,০০০ টাকা=৭,০০,০০০ টাকা
এখানে, মুনাফা=১০,০০,০০০x৩০%=৩,০০,০০০ টাকা।