উৎপাদন ব্যয় বলতে কোন পন্য উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনভাবে জড়িত ব্যয় সমূহকে বোঝায় এখানে কারখানা ভাড়া পন্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত বিধায় একে উৎপাদন ব্যয় বা উৎপাদন ব্যয়ের উপাদান হিসাবে গন্য করা হয়।