ব্যয়ের মোট উপাদান সমুহকে তিনটি মৌলিক ভাগে ভাগ করা হয়। যথা-(১) কাাঁচামাল (২) শ্রম বা মজুরি ও (৩) উপরিব্যয় বা অন্যান্য ব্যয়। অর্থাৎ ব্যয়ের উপাদানসমূহ হলো তিনটি।