+ Explanationমিলকরণনীতি অনুসারে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করা হয়। রাজস্ব স্বীকৃতি নীতি অনুসারে আয় বা ব্যয় যে হিসাবকালে সংঘটিত হয় সে হিসাবকালেই লিপিবদ্ধ করা হয়। বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতা অনুসারে লেনদেনসমূহ পেপারওয়েট প্রভৃতি দীর্ঘ মেয়াদে ব্যবহার করা গেলেও এদেরকে সম্পত্তি হিসেবে না দেখিয়ে মানুফাজাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়। সুতরাং শিল্পে প্রয়েঅগের সীমাবদ্ধতার কারণে, কৃষিজাত ফসলের ক্রয়মূল্য নির্ণয়ে জটিলতা থাকায় সর্বদা উহার বাজারমূল্য দেখানো হয়।