Question:২০০৮ সালে সমাপনী মজুত ৬০০০ টাকা বেশী এবং প্রারম্ভিক মজুদ ২০০০ টাকা কম দেখানো হলে, ২০০৮ সালের মোট মুনাফাঃ
A ৬০০০ টাকা বেশী হবে
B ৪০০০ টাকা বেশী হবে
C ৪০০০ টাকা কম হবে
D ৮০০০ টাকা বেশী হবে
/196
+ Answer
D
+ Explanationসমাপনী মজুদ পন্য বেশী ও প্রারম্ভিক মজুদ পন্য কম দেখানোর ফলে মোট মুনাফার পরিমাণ বেশী দেখানো হবে।
সুতরাং মোট মুনাফা বেশী দেখানে হবে=(৬,০০০+২,০০০) টাকা=৮,০০০ টাকা।