অবরিত বা নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয় লিপিবদ্ধ করনের জাবেদা হলো, (ক) দেনাদার/নগদান হিসাব ডেঃ ও বিক্রয় হিসাব ক্রে: (বিক্রয় মূল্য দ্বারা) (খ) বিক্রীত পন্যের ব্যয় ডেবিট ও মজুদপণ্য ক্রেডিট। সুতরাং এখানে বিক্রয়, দেনাদার ও মজুদ পণ্য সকল হিসাবগুলোই প্রভাবিত হবে।