Question:নিচের তথ্যাবলি থেকে উদ্ধর্তপত্রে সম্পত্তির পাশে সমাপনী মজুদ পন্য কত মূল্যে দেখাতে হবে নির্ণয় কর। প্রারম্ভিক মজুদ ৮০,০০০ টাকা। পণ্যক্রয় ২,৭০,০০০ টাকা, পণ্য বিক্রয় ২,৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ১০,০০০ টাকা এবং বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। ক্রয়মূল্যের ওপর ২০% মার্ক-আপ বা লাভে পন্য বিক্রয় করা হয়।
A ২৫,০০০ টাকা
B ১,৩৫,০০০ টাকা
C ২,০৫,০০০ টাকা
D ২,১৫,০০০ টাকা
+ AnswerB
+ Report