Question:রেওয়ামিলে বিজ্ঞাপন ব্যয় উল্লেখ আছে ৪০,০০০ টাকা। সমন্বয়ে বলা হয়েছে, ভোক্তাদের মধ্যে ৫,০০০ টাকা মূল্যের পন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিজ্ঞাপন খরচ পাঁচটি আর্থিক বছর অবলোপন করতে হবে। উদ্ধৃত্তপত্রে সম্পত্তি অংশে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখাতে হবে?
A ৯,০০০ টাকা
B ২৭,০০০ টাকা
C ৩৬,০০০ টাকা
D ৪০,০০০ টাকা
+ AnswerC
+ Report