Question:নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা, অন্তমুর্খী পরিবহণ খরচ ৬,০০০ টাকা, বহির্মুখী পরিবতন ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে-
A ১৬,৬৭%
B ২০%
C ২৫%
D ৩০%
E ৫০%
+ AnswerC
+ Report