Question:মি. হক একজন ব্যবসায়ী। ২০১২ সালের ৩০ জুন তারিখে ব্যাংক বিবরণী অনুসারে উদ্বৃত্তের পরিমাণ ১৭০০ টাকা। তার হিসাবের বই পরীক্ষা করে দেখা যায় যে, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫,৪০০ টাকা; ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ২,০০০ টাকা; পথিমধ্যে জমা ১৩,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুসারে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত কত?
A ৯,৩০০ টাকা
B ৭,৩০০ টাকা
C ১১,৩০০ টাকা
D ২২,২০০ টাকা
+ AnswerC
+ Report