1. Question:রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ বর্ণনা কর। 

    Answer
    রাষ্ট্রপতি শাসিত সাকরা ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। এ ধরনের শাসনব্যবস্থায় সরকার অপেক্ষাকৃত স্থায়ী হয়। কারও পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নিতে পারেন বলে এ সরকার ব্যবস্থা সংকটকালের উপযোগী। এ ব্যবস্থায় ক্ষমতা পৃথকীকরণ নীতি থাকায় শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ পরস্পর নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে।

    1. Report
  2. Question:শাসন বিভাগের আইন বিভাগীয় কাজ কী কী? 

    Answer
    শাসন বিভাগ কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করে। শাসন বিভাগ অর্পিত ক্ষমতাবলে বিভিন্ন প্রকার উপ-আইন, নিয়মাবলি ইত্যাদি তৈরি করে। সংসদীয় রকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যরা আইনসভারও সদস্য। শাসন বিভাগ আইনসভার অধিবেশন আহবান, মূলতবি ও সমাপ্তি ঘোষণা করতে পারে। এমনকি  আইনসভা ভেঙে দিতে পারে। আইন কর্তৃক পাসকৃত বিলে শাসন বিভাগ অনুমোদন না দিলে তা আইনে পরিণত হয় না।

    1. Report
  3. Question:বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সংক্ষেপে লেখ। 

    Answer
    বিচার বিভাগের স্বাধীনতার ওপর গণতন্ত্রের সাফল্য ও বিচার বিভাগের ক্ষমতা নির্ভর করে। বিচার বিভাগের স্বাধীনতা ব্যতীত বিচারকগণ আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনসভা ও শাসন বিভাগ বা অন্যান্য শক্তির হস্তক্ষেপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদনের স্বাধীনতাকে বোঝায়

    1. Report
  4. Question:বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে “এক কক্ষ বিশিষ্ট আইনসভা” বৈশিষ্ট্যটি ব্যাখ্যা কর। 

    Answer
    বাংলাদেশের সংবিধানে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য ও তাদের দ্বারা নির্বাচিত ৫০ জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হবে

    1. Report
  5. Question:সংবিধানে জনগণের সার্বভৌমত্ব সম্পর্কে কী বলা হয়েছে? 

    Answer
    সংবিধান অনুায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষমতা পরিচালনা করবে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd