1. Question:আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন কেন? 

    Answer
    মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তাঁর হুকুম পালনের জন্য।
    আল্লাহ তায়ালা ও রাসুল (স)-এর কথামতো কাজ করাকে ইবাদত বলে। সঠিক ভাবে ইবাদত করা আল্লাহর হুকুম। এ ইবাদত ও হুকুম পালনের জন্যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন।

    1. Report
  2. Question:আমাদের নবির নাম নিলে কী বলতে হয়? 

    Answer
    পৃথিবীতে অনেক নবি-রাসুল এসেছেন। সর্বশেষ নবি ও রাসুল হলেন হযরত মুহাম্মদ (স)। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ গুণের অধিকারী। তিনিই আমাদের নবি। আমাদের নবির নাম নিলে বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

    1. Report
  3. Question:আসমানি কিতাব কাকে বলে? 

    Answer
    কিতাব অর্থ বই বা পুস্তক। কুরআন মজিদ আল্লাহর বাণী। আল্লাহর বাণীর সমষ্টিকে কিতাব বলে। আর এই কিতাবকেই আসমানি কিতাব বলে। কুরআন মজিদ আসমানি কিতাব। মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন।

    1. Report
  4. Question:সহিফা কাকে বলে? 

    Answer
    মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ মোট ১০৪ খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। এর মধ্যে ছোট কিতাব আছে ১০০ খানা। এই ১০০ খানা ছোট কিতাবকে সহিফা বলে।

    1. Report
  5. Question:আখিরাত কাকে বলে? 

    Answer
    আখিরাত অর্থ পরকাল। মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। মৃত্যুর পরেই এ জীবনের শুরু হয়। এ জীবনের শুরু আছে, শেষ নেই। দুনিয়অতে যারা আল্লাহর হুকুম মানে, ভালো কাজ করে আখিরাতে তারা পুরষ্কার পাবে। আর যারা আল্লাহর হুকুম মানে না, ভালো কাজ করে না, তারা আখরাতে কঠিন শাস্তি পাবে।

    1. Report
  6. Question:আমরা রিজিক খেয়ে কী করব? 

    Answer
    আমরা রিজিক খেয়ে শোকর করব। ভালো কাজ করব।

    1. Report
  7. Question:আল্লাহর দেওয়া রিজক হতে কাদের দান করব? 

    Answer
    আল্লাহর দেওয়া রিজক হতে গরিবদের দান করব।

    1. Report
  8. Question:আমরা ক্ষম চাইলে কে ক্ষমা করে দেন? 

    Answer
    আমরা ক্ষম চাইলে আল্লাহ ক্ষমা করে দেন।

    1. Report
  9. Question:গাছপালা কী থেকে খাদ্য গ্রহণ করে? 

    Answer
    গাছপালা মাটি থেকে খাদ্য গ্রহণ করে।

    1. Report
  10. Question:আলো, বাতাস, মাটি কার দান? 

    Answer
    আলো, বাতাস, মাটি আল্লাহর দান।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd