1. Question:‘আল্লাহ তায়ালা সবকিছুর স্রষ্টা’- এ সম্পর্কে পাঁচটি বাক্য লিখ। 

    Answer
    ‘আল্লাহ তায়ালা সবকিছুর স্রষ্টা’- এ সম্পর্কে পাঁচটি বাক্য হলো-
    ১. মহান আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন।
    ২. তিনি আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন।
    ৩. তিনি পশুপাখি ও বন-বনানীও সৃষ্টি করেছেন।
    ৪. মহান আল্লাহ পাহাড়-পর্বত সৃষ্টি করেছেন।
    ৫. তিনি আমাদের খওয়ার জন্য সৃষ্টি করেচেন নানারকম ফল ফসল, যা থেকে বোঝা যায় আল্লাহ সবকিছুর স্রষ্টা।

    1. Report
  2. Question:আল্লাহ কীভাবে সকল সৃষ্টিকে রিজিক দান করেন বলে তুমি মনে কর? পাঁচটি বাক্যে লিখ। 

    Answer
    আল্লাহ যেভাবে সকল সৃষ্টিকে রিজিক দান করেন তা নিচে বর্ণনা করা হলো-
    ১. আল্লাহ মানুষের পাশাপাশি পশুপাখি, জীবজন্তু ও গাছপালার জন্যও খাদ্য সৃষ্টি করেছেন।
    ২. গরু, ছাগল ঘাসপাতা খায়।
    ৩. পাখি পোকামাকড় খায়।
    ৪. আবার গাছাপালা খাদ্য গ্রহণ করে আলো-বাতাস ও মাটি থেকে।
    ৫. আর এভাবেই আল্লাহ সকল সৃষ্টিকে রিজিক দান করেন।

    1. Report
  3. Question:রুকুর তাসবিহ কী? 

    Answer
    রুকুর তাসবি হলো- সুবহানা রাব্বিয়াল আযীম।

    1. Report
  4. Question:সিজদাহর তাসবিহ কী? 

    Answer
    সিজদার তাসবিহ হলো- সুবহানা রাব্বিয়াল আ’লা।

    1. Report
  5. Question:সালাত কয় ওয়াক্ত? 

    Answer
    সালাত পাঁচ ওয়াক্ত।

    1. Report
  6. Question:ওযুর ফরজ কয়টি? 

    Answer
    ওযুর ফরজ চারটি।

    1. Report
  7. Question:ইসলামের ভিত্তি কয়টি? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি।

    1. Report
  8. Question:ইসলামের ভিত্তি কয়টি? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি।

    1. Report
  9. Question:ইবাদত কাকে বলে? উদাহরণসহ লেখ। 

    Answer
    ইবাদত অর্থ গোলামি করা, আমল করা, কাজ করা। আল্লাহ তায়ালঅ ও রাসুল (স)-এর কথামতো কা’জ করাকে ইবাদত বলে।
    যেমন- আমরা মানুষের সাথে কথা বলার সময় মিথ্যা কথা বলি না। কেননা, আল্লাহ  মিথ্যা বলতে নিষেধ করেছেন। এমনকি লেখাপড়া, খাওয়া-পরা, চলাফেরা, ঘুমানো সবই ইবাদত। এছাড়াও ইবাদত আছে। যেমন- সালাম দেওয়া, আব্বা-আম্মার কথামতো চলা, জীবে দয়া করা, রোগীর সেবা করা, ইয়াতিম-মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি।

    1. Report
  10. Question:ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি যথা:
    ১. ইমান, ২. সালাত;৩. যাকাত, ৪. সাওম; ৫. হজ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd