1. Question:আমরা কার ইবাদত করব? 

    Answer
    আমরা আল্লাহর ইবাদত করব।

    1. Report
  2. Question:তাওরাত কোন নবির ওপর নাজিল হয়? 

    Answer
    তাওরাত মূসা (আ)-এর ওপর নাজিল হয়।

    1. Report
  3. Question:আখিরাত শব্দের অর্থ কী? 

    Answer
    আখিরাত শব্দের অর্থ পরকাল।

    1. Report
  4. Question:ছোট আসমানি কিতাব কয়খানা? 

    Answer
    ছোট আসমানি কিতাব ১০০ খানা।

    1. Report
  5. Question:কোন ময়দানে মৃত্যুর পর বিচার হবে? 

    Answer
    হাশরের ময়দানে মৃত্যুর পর বিচার হবে।

    1. Report
  6. Question:তুমি তোমার চারপাশে যে গাছপালা, আকাশ, নদী-নালা দেখতে পাও এসব কে সৃষ্টি করেছেন? তুমি কার ইবাদত করবে? তাঁর সম্পর্কে ৩টি বাক্য লিখ। 

    Answer
    গাছপালা, আকাশ, নদী-নালা এসব বস্তু আল।লাহ তায়অলা সৃষ্টি করেছেন।
    আমি আল্লাহ তায়ালার ইবাদত করব।
    আমাদের রিজিকদাতা মহান আল্লাহ। কেননা তিনিই আমাদের সৃষ্টি করেছেন। তিনি ফল, ফসল ইত্যাদি সৃষ্টি করে সবাইকে বাঁচিয়ে রেখেছেন।

    1. Report
  7. Question:আমরা কোন রাসুলের অনুসারী? তিনি যে কালেমার মাধ্যমে তাওহিদ ও রিসালাতের ঘোষণা দিয়েছেন তা অর্থসহ লিখ। 

    Answer
    আমরা সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (স) এর অনুসারী।
    তাঁর কালিমা: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
    অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত রাসুল।

    1. Report
  8. Question:‘আল্লাহু খালিকুন’ শব্দের অর্থ কী? আমাদের সৃষ্টিকর্তা কে? মহান আল্লাহর দেওয়া তিনটি রিজিকের নাম লিখ। 

    Answer
    ‘আল্লাহ খালিকুন’ অর্থ আল।লাহ সৃষ্টা। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা। মহান আল্লাহর ৩টি সৃষ্টির নাম- ১. গাছ, ২. পাহাড়, ৩. পাখি।

    1. Report
  9. Question:‘আল্লাহু রাজ্জাকুন’ শব্দের অর্থ কী? সকল সৃষ্টির রিজিকদাতা কে? আল্লাহর দেওয়া তিনটি রিজিকের নাম লিখ। 

    Answer
    ‘আল্লাহু রাজ্জাকুন’ শব্দের অর্থ আল্লাহ রিজিকদাতা। সকল সৃষ্টির রিজিকদাতা আল্লাহ। আল্লাহর দেওয়া তিনটি রিজিকের নাম ১.মাছ, ২.ডিম, ৩.দুধ।

    1. Report
  10. Question:যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নবি-রাসুল পাঠিয়েছেন। তাদে রওপর নাজেল করেছেন। তাদের ওপর নাজেল করেছেন আসমানি কিতাব। আসমানি কিতাব কয়টি? বড় চারখানা কিতাব কী কী? এগুলে াকোন নবির ওপর নাযেল হয়েছিল তা লিখ। 

    Answer
    আসমানি কিতাব ১০৪ খানা।
    বড় চারটি কিতাবের নাম: ১. তাওরাত, ২. যাবূর, ৩. ইনজীল, ৪. কুরআন মজিদ।
    যাদের ওপর নাজেল হয়:
    ১. তাওরাত নাজেল হয় মুসা (আ) এর ওপর।
    ২. যাবূর নাজেল হয় দাউদ (আ) এর ওপর।
    ৩. ইনজীল নাজেল হয় ঈসা (আ) এর ওপর।
    ৪. কুরআন মজিদ নাজেল হয় মুহাম্মদ (স) এর ওপর।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd