1. Question:শতকরায় প্রকাশ কর: ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
       খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
     
       গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
       ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
       ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
       চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
       ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
       জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
       ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)

    1. Report
  2. Question:ধাপ-১ ভগ্নাংশের লব ও হরকে ১০০ দ্বারা গুণ করতে হবে । ধাপ-২ ভগ্নাংশের নিচে হর হিসেবে ১০০ রেখে হিসাব করতে হবে । ধাপ-৩ শতকরা আকারে প্রকাশ করতে হবে । ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
    খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
    
    গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
    ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
    ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
    চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
    ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
    জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
    ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)

    1. Report
  3. Question:ধাপ-১ ভগ্নাংশের লব ও হরকে ১০০ দ্বারা গুণ করতে হবে । ধাপ-২ ভগ্নাংশের নিচে হর হিসেবে ১০০ রেখে হিসাব করতে হবে । ধাপ-৩ শতকরা আকারে প্রকাশ করতে হবে । ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
    খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
    
    গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
    ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
    ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
    চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
    ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
    জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
    ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)

    1. Report
  4. Question:সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর : ক. ৪৫% খ. ১২ ১/২% গ. ৩৭ ১/২% ঘ. ১১ ১/৪% 

    Answer
    ক.` ৪৫% = (৪৫)/(১০০) = ৯/(২০) = ০.৪৫`
    
       উত্তর :` ৯/(২০) ও ০.৪৫`
    
    
    খ. `১২ ১/২% = (২৫)/২ % = (২৫)/(২ xx ১০০) = ১/৮ = ০.১২৫`
    
       উত্তর :` ১/৮ ও ০.১২৫`
    
    গ.` ৩৭ ১/২% = (৭৫)/২% = (৭৫)/(২ xx ১০০) = ৩/৮ = ০.৩৭৫`
    
      উত্তর :` ৩/৮ ও ০.৩৭৫`
    
    ঘ. `১১ ১/৪ % = (৪৫)/৪ % = (৪৫)/(৪ xx ১০০) = ৯/(৮০) = ০.১১২৫`
    
      উত্তর : `৯/(৮০) ও ০.১১২৫`

    1. Report
  5. Question:অনুশীলনী-২.২ ক. ১২৫ এর ৫% কত ? খ. ২২৫ এর ৯% কত ? গ. ৬ কেজি চালের ৬% কত ? ঘ. ২০০ সেন্টিমিটার ৪০% কত ? 

    Answer
    ক.   ১২৫ এর ৫% = ১২৫ এর` ৫/(১০০) = (২৫)/৪ = ৬ ১/৪`
    
       :. ১২৫ এর ৫% `= ৬ ১/৪`  (উত্তর)
    
    খ.  ২২৫ এর ৯% = ২২৫ এর`৯/(২০০) = (৮১)/৪ = ২০ ১/৪`
    
      :. ২২৫ এর ৯% `= ২০ ১/৪ ` (উত্তর)
    
    গ.  ৬ কেজি চালের ৬% 
    
      = ৬ কেজি এর ৬/(১০০) = ৬ এর ৬/(১০০) কেজি `= ৯/(২৫)` কেজি
    
     :. ৬ কেজি চালের ৬%` = ৯/(২৫)`কেজি চাল  (উত্তর)
    
    ঘ.  ২০০ সেন্টিমিটার ৪০% 
    
     = ২০০ সেন্টিমিটার এর` (৪০)/(১০০) = ২০০ এর (৪০)/(১০০)` সেন্টিমিটার 
    
    = ৮০ সেন্টিমিটার 
    
    :. ২০০ সেন্টিমিটার এর `৪০% = ৮০` সেন্টিমিটার  (উত্তর)

    1. Report
  6. Question:অনুশীলনী-২.২ ক. ২০ টাকা ৮০ টাকার শতকরা কত ? খ. ৭৫ টাকা ১২০ টাকার শতকরা কত ? 

    Answer
    ক.  ২০ টাকা ৮০ টাকার` ২০/৮০ = (২০ xx ১০০)/(৮০ xx ১০০)`
    
                        ` = (২৫)/(১০০) = ২৫% ` (উত্তর)
    
    
    
    খ.   ৭৫ টাকা ১২০ টাকার (৭৫)/(১২০)
    
       `= (৭৫ xx ১০০)/(১২০ xx ১০০) = (১২৫)/২ ১/(১০০) = ৬২ ১/২% ` (উত্তর)

    1. Report
  7. Question:একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন । এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্র সংখ্যা বের কর । অনুশীলনী-২.২ 

    Answer
    ছাত্রীর সংখ্যা ৪০% 
    
    :. ছাত্র সংখ্যা (১০০ - ৪০) % = ৬০ %
    
    :. ছাত্র সংখ্যা ৫০০ জন এর` ৬০% = ৫০০ xx (৬০)/(১০০)` জন = ৩০০ জন
    
    :. ছাত্র সংখ্যা ৩০০ জন । (উত্তর)

    1. Report
  8. Question:ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের ৬০০ নম্বর পেয়েছে । সে শতকরা কত নম্বর পেয়েছে ? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় কর । অনুশীলনী-২.২ 

    Answer
    ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়েছে ।
    
    :. প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের অনুপাত `(৬০০)/(৯০০) = ২/৩`
    
    :. সে শতকরা নম্বর পেয়েছে` (২ xx ১০০)/৩ = (২০০)/৩ = ৬৬ ২/৩`
    
    :. মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত = ৯০০ : ৬০০
    
         ` = (৯০০)/(৬০০) = ৩/২ = ৩ : ২`
    
    ডেভিড ৬৬ ২/৩ % নম্বর পেয়েছে এবং তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ২  (উত্তর)

    1. Report
  9. Question:মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা বই ৮৪ টাকায় ক্রয় করল । কিন্তু বইটির কভারে মূল্য ‍লেখা ছিল ১২০ টাকা । সে শতকরা কত টাকা কমিশন পেল ? অনুশীলনী-২.২ 

    Answer
    বইটির কভার মূল্য ১২০ টাকা 
    
    ক্রয় মূল্য ৮৪ টাকা 
    
    :. কমিশন ও কভার মূল্যের অনুপাত `(৩৬)/(১২০) = ৩/(১০) `
    
    :. শতকরা কমিশন` (৩ xx ১০০)/(১০)` বা ৩০ টাকা 
    
    :. কমিশন ৩০%   (উত্তর)

    1. Report
  10. Question:একজন চাকুরিজীবি মাসিক আয় ১৫০০০ টাকা । তার মাসিক ব্যয় ৯০০০ টাকা । তার ব্যয় - আয়ের শতকরা কত ? অনুশীলনী-২.২ 

    Answer
    একজন চাকুরিজীবির মাসিক আয় ১৫০০০ টাকা
    
    এবং তার মাসিক ব্যয় ৯০০০ টাকা 
    
    ব্যয় ও আয়ের অনুপাত `(৯০০০)/(১৫০০০) = ৬/(১০)` 
    
    ব্যয় আয়ের শতকরা `(৬ xx ১০০)/(১০) = ৬০` টাকা
    
    :. ব্যয় আয়ের ৬০%  (উত্তর)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd