1. Question:৫৫০ টাকাকে ৫ : ৬ ও ৪ : ৭ অনুপাতে ভাগ কর । 

    Answer
    প্রথম অংশ :
    
        টাকার অনুপাত = ৫ : ৬
    
        অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৫ + ৬ = ১১
    
        প্রথম অংশ = ৫৫০ টাকার `৫/(১১)` অংশ
    
               `= ৫৫০ xx ৫/(১১)` টাকা
    
               = ২৫০ টাকা
    
         দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৬/(১১) `
    
                `= ৫৫০ xx ৬/(১১)` টাকা = ৩০০ টাকা
    
          :. ৫৫০ টাকাকে ৫ : ৬ অনুপাত ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২৫০ টাকা ও ৩০০ টাকা ।  (উত্তর)
    
          দ্বিতীয় অংশ :
    
          টাকার অনুপাত = ৪ : ৭
    
          অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৭ = ১১
    
          প্রথম অংশ = ৫৫০ টাকার` ৪/(১১)` অংশ
    
         `= ৫৫০ xx ৪/(১১)` টাকা = ২০০ টাকা
    
         দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৭/(১১)` টাকা
    
        `= ৫৫০ xx ৭/(১১)` টাকা = ৩৫০ টাকা
    
        :. ৫৫০ টাকাকে ৪ : ৭ অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২০০ টাকা ও ৩৫০ টাকা । (উত্তর)

    1. Report
  2. Question:পিতা ও পু্ত্রের বয়সের অনুপাত ১৪ : ৩ । পিতার বয়স ৫৬ বছর হলে ও পুত্রের বয়স কত ? 

    Answer
    পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪ : ৩ ।
    
         :. (পিতার বয়স)/(পুত্রের বয়স) `= (১৪)/(৩)`
    
         বা, (পুত্রের বয়স)/(পিতার বয়স) `= ৩/(১৪)` [ব্যস্ত অনুপাত করে ।]
    
         বা,  (পুত্রের বয়স)/(পিতার বয়স)` = ৩/(১৪) xx ` পিতার বয়স [আড়গুণন করে]
    
         অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের ` ৩/(১৪)` গুণ
    
         :. পুত্রের বয়স `= ৫৬ xx ৩/(১৪)` বছর
    
         `= (১৬৮)/(১৪)` বছর
    
          = ১২ বছর    
    
          :. পুত্রের বয়স = ১২  (উত্তর)

    1. Report
  3. Question:দুইটি সংখ্যার যোগফল ৩৬০ । এদের অনুপাত ১০ : ১১ হলে, সংখ্যা দুইুটি নির্ণয় কর । 

    Answer
    দুইটি সংখ্যার যোগফল ৬৩০ 
    
              এবং এদের অনুপাত ১০ : ১১
    
              অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল = ১০ + ১১ = ২১
    
              প্রথম সংখ্যা = ৬৩০ এর` (১০)/(২১) = ৩০০`
    
              দ্বিতীয় সংখ্যা = ৬৩০ এর` (১১)/(২১) = ৩৩০`
    
              :. সংখ্যা দুইটি ৩০০ ও ৩৩০ ।  (উত্তর)

    1. Report
  4. Question:দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭ । দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে, প্রথমটি মূল্য কত ? 

    Answer
    দেওয়া আছে, দ্বিতীয় বইটির মূল্য = ৮৪ টাকা 
    
                বই দুইটির মূল্যের অনুপাত ৫ : ৭
    
                বা (প্রথম বইটির মূল্য)/(দ্বিতীয় বইটির মূল্য)
    
                ` = ৫/৭`
    
                বা প্রথমটির মূল্য` = ৫/৭ xx` দ্বিতীয় মূল্য [আড়গুণন করে]
    
                অর্থাৎ প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূ্ল্যের` ৫/৭ `গুণ
    
               :. প্রথমটির মূল্য` = ৮৪ xx ৫/৭` টাকা = ৬০ টাকা
    
               :. প্রথম বইটির মূল্য ৬০ টাকা  । (উত্তর)

    1. Report
  5. Question:১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩ : ১ হলে, ঐ গহনায় সোনা ও খাদের পরিমাণ বের কর । 

    Answer
    গহনায় সোনা ও খাদের অনুপাত = ৩ : ১ 
    
            অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল `= ৩ + ১ = ৪`
    
            :. গহনায় সোনার পরিমাণ = ২০ গ্রাম এর` ৩/৪` অংশ 
    
            `= ২০ xx ৩/৪` গ্রাম = ১৫ গ্রাম
    
            এবং গহনায় খাদের পরিমাণ = ২০ গ্রাম এর` ১/৪` অংশ
    
            ` = ২০ xx ১/৪` গ্রাম = ৫ গ্রাম
    
            :. উক্ত গহনায় সোনা ও খাদের পরিমান যথাক্রমে ১৫ গ্রাম ও  ৫ গ্রাম ।   (উত্তর)

    1. Report
  6. Question:দুই বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব ৫ কি.মি. হলে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব কত ? 

    Answer
    স্কুলে যা্ওয়া আসা সময়ের অনুপাত = ২ : ৩
    
          প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব = ৫ কি.মি.
    
          দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব = ১ম বন্ধুর বাড়ি হতে 
    
          স্কুলের দুরত্ব এর `৩/২` গুণ ।
    
          :. দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব
    
          `= ৫ ৩/২` কি. মি.` = (১৫)/২` কি.মি `= ৭ ১/২` কি.মি  (উত্তর)

    1. Report
  7. Question:পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২ । ঐ পায়েসে চিনির অনুপাত ৪ কেজি হলে, দুধের পরিমাণ কত ? 

    Answer
    দেওয়া আছে, পায়েসে চিনির পরিমাণ = ৪ কেজি 
    
           এবং দুধের পরিমাণ : চিনির পরিমাণ = ৭ : ২
    
           বা, দুধের পরিমাণ/ চিনির পরিমাণ` = ৭/২`
    
           বা, দুধের পরিমাণ` = ৭/২` চিনির পরিমাণ 
    
           অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের` ৭/২ `গুণ
    
          :. দুধের পরিমাণ` = ৪ xx ৭/২` কেজি = ১৪ কেজি
    
          :. পায়েসে দুধের পরিমাণ ১৪ কেজি

    1. Report
  8. Question:দুইটি কম্পিটারের দামের অনুপাত ৫ : ৬ । প্রথমটির দাম ২৫০০০ টাকা হলে, দ্বিতীয়টির দাম কত ?মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কি ধরণের অনুপাত ? 

    Answer
    দেওয়া আছে, 
    
           প্রথম কম্পিটারের দাম = ২৫০০০ টাকা 
    
           দুইটি কম্পিটারের দামের অনুপাত ৫ : ৬
    
           সুতরাং দ্বিতীয়টির দাম প্রথমটির দামের `৬/৫ `গুণ
    
           :. দ্বিতীয়টির দাম` = ৬/৫` প্রথমটির দাম
    
               ` = ৬/৭  xx ২৫০০০`
    
                = ৩০০০০ টাকা

    1. Report
  9. Question:কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ২ : ৩ । শিক্ষার্থীর সংখ্যা ৬০০ । ক. অনুপাত ও একক অনুপাত কাকে বলে ? খ. ঐ বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত ? গ. ঐ বিদ্যালয়ের থেকে কতজন ছাত্রী অন্যত্র চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত ৩ : ২ হবে ? 

    Answer
    ক. অনুপাত : দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ 
    
         তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় । এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে ।
    
         যেমন `: a/b` বা a : b
    
         একক অনুপাত : যে সরল অনুপাতের পূর্বরাশির ও উত্তর রাশি সমান সে অনুপাতকে 
    
         একক অনুপাত বলে । যেমণ : ৫ : ৫ বা ১ : ১  
    
     খ. দেওয়া আছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত = ২ : ৩ এবং শিক্ষার্থীর সংখ্যা ৬০০ জন ।
    
         অনুপাত দ্বয়ের যোগফল = ২ + ৩ = ৫
    
        :. ছাত্রের সংখ্যা = ৬০০ এর` ২/৫` অংশ 
    
        `= ৬০০ xx ২/৫ `জন = ২৪০ জন ।
    
        এবং ছাত্রীর সংখ্যা = ৬০০ এর` ৩/৫` অংশ 
    
        `= ১২০ xx ৩/৫` জন = ৩৬০ জন
    
        :. ছাত্র ২৪০ জন এবং ৩৬০ জন । 
    
    গ.   ’খ’ থেকে পাই, ছাত্র সংখ্যা ২৪০ জন এবং ছাত্রী সংখ্যা ৩৬০ জন ।
    
          ধরি, ’ক’ জন ছাত্রী চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত হবে । ৩ : ২
    
          ক জন ছাত্রী চলে গেলে ছাত্রী সংখ্যা হবে । (৩৬০ - ক) জন 
    
          তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত = ২৪০ : (৩৬০ - ক) 
    
          এখন ২৪০ : (৩৬০ - ক) = ৩ : ২
    
          বা,`  (২৪০)/(৩৬০ - ক) = ৩/২`
    
          বা,`  ২৪০ xx ২ = ৩ (৩৬০ - ক)`
    
          বা, ৪৮০ = ১০৮০ - ৩ক
    
          বা, ৩ক = ১০৮০ - ৪৮০
    
          বা, ৩ক = ৬০০
    
          বা, ক,` = (৬০০)/৩`
    
          :. ক = ২০০
    
         :. ২০০ জন ছাত্রী চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত হবে ৩ : ২

    1. Report
  10. Question:করিম ও রহিম দুই ভাই । করিম ও তার পিতার বয়সের অনুপাত ৯ : ২১ এবং সমষ্টি ৮০ বছর । রহিম ও তার পিতার বয়সের অনুপাত ২ : ৭ । ক. করিম ও তার পিতার বয়সের অনুপাতকে সরলীকরণ কর । খ. করিম ও তার পিতার বয়স নির্ণয় কর । গ. করিম ও রহিমের বয়সের অনুপাত নির্ণয় কর । 

    Answer
    ক.  দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৯ : ২১
    
        `= ৯/২১ = ৩/৭` [৩ দ্বারা ভাগ করে পাই ]
    
         = ৩ : ৭
    
    খ.  দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের সমাষ্টি ৮০ বছর ’ক’ হতে পাই,
    
         করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৩ : ৭
    
         :. অনুপাতের রাশির যোগফল = ৩ + ৭ = ১০
    
         :. করিমের বয়স = ৮০ বছরের` ৩/১০ `অংশ
      
         `= (৮০ xx ৩/(১০))` বছর 
    
          = ২৪ বছর
    
       এবং পিতার বয়স = ৮০ বছরের` ৭/১০ `অংশ 
    
             ` = (৮০ xx ৭/১০)` বছর
    
              = ৫৬ বছর 
    
    গ.    ’খ’ হতে পাই, করিমের বয়স ২৪ বছর 
    
          এবং তার পিতার বয়স ৫৬ বছর 
    
          দেওয়া আছে, রহিম ও তার পিতার বয়সের অনুপাত = ২ :৭
    
          অর্থাৎ রহিমের বয়স তার পিতার বয়সের `২/৭` গুণ,
    
         :. রহিমের বয়স `(৫৬ xx ২/৭)` বছর = ১৬ বছর
    
         এখন করিমের বয়স : রহিমের বয়স
    
        `= ২৪ : ১৬ = (২৪)/(১৬) = ৩/২` [৮ দ্বারা ভাগ করে ]
    
         = ৩ : ২   (Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd