1. Question:`7x^2 + 9x + 18` থেকে` 5x + 9 + 8x^2` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
         `- 5x - 9 - 8x^2`
    
         এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
         `7x^2 + 9x + 18`
    
         `- 8x^2 - 5x - 9`
           ___________________
        `- x^2 + 4x + 9`
    
      নির্ণেয় বিয়োগফল ` - x^2 + 4x + 9` (Ans)

    1. Report
  2. Question:বিয়োগ কর: `4x^2 + 3y^2 + z` থেকে ` - 2y^2 + 3x^2 - z` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
          `2y^2 - 3x^2 + z`
    
          এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
         `4x^2 + 3y^2 + z`
    
       `- 3x^2 + 2y^2 + z`
         __________________
        ` x^2 + 5y^2 + 2z`
    
     নির্ণেয় বিয়োগফল `x^2 + 5y^2 + 2z`   (Ans)

    1. Report
  3. Question:বিয়োগ কর: `x^4 + 2x^3 + x^2` থেকে ` x^3 - 2x^2 + 2x + 3` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
          `- x^3 + 2x^2 - 2x - 3`
    
         এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
            `x^4 + 2x^3 + x^2 + 4`
    
         `  - x^3 + 2x^2 - 3 - 2x`
         _______________________
          `x^4 + x^3 + 3x^2 + 1 - 2x`
    
     নির্ণেয় বিয়োগফল ` x^4 + x^3 + 3x^2 - 2x + 1` (Ans)

    1. Report
  4. Question:বিয়োগ কর: `x^4 + 2x^3 + x^2` থেকে ` x^3 - 2x^2 + 2x + 3` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
         `- x^3 + 2x^2 - 2x - 3`
    
         এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
       `x^4 + 2x^3 + x^2 + 4`
    
              `  - x^3 + 2x^2 - 3 - 2x`
                _______________________
                `x^4 + x^3 + 3x^2 + 1 - 2x`
    
     নির্ণেয় বিয়োগফল ` x^4 + x^3 + 3x^2 - 2x + 1` (Ans)

    1. Report
  5. Question:যদি `a = x^2 + z^2, b = y^2 + z^2, c = x^2 + y^2` হয়, তবে দেখাও যে, `a + b - c = 2z^2` 

    Answer
    দেওয়া আছে  `a + b - c = 2z^2`
    
                  এবং  = a + b + c
    
                 `= (x^2 + z^2) + (y^2 + z^2) - (x^2 + y^2)`
    
                           [a, b,ও c এর মান বসিয়ে]
    
              
                `= x^2 + z^2 + y^2 + z^2 - x^2 - y^`
    
                `= z^2 + z^2 = 2z^2`
    
                  = ডানপক্ষ
    
           `:. a + b - c = 2z^2`

    1. Report
  6. Question:যদি x = a + b, y = b + c, z = c + a হয়, তবে দেখাও যে, x - y + z = 2a 

    Answer
    দেওয়া আছে, x = a + b, y = b + c
    
              এবং z = c + a 
    
    দেখাতে হবে যে, x - y + z = 2a
    
    বামপক্ষ  = x - y + z
    
              = (a + b) - (b + c) + (c + a) ;
    
                                          [x, y, z এর মান বসিয়ে ]
    
             = a + b - b - c + c + a
    
             = a + a
    
             = 2a
    
             = ডানপক্ষ
    
     :. x - y + z = 2a

    1. Report
  7. Question:যদি x = a + b + c, y = a - b - c, z = b - c + a হয়, তবে দেখাও যে, x - y + z = a + 3b + c. 

    Answer
    দেওয়া আছে, x = a + b + c, y = a - b - c এবং
    
                   z = b - c + a
    
    দেখাতে হবে যে, x - y + z = a + 3b + c 
    
          বামপক্ষ  = x - y + z
    
                   = (a + b + c) - (a - b - c) + (b - c + a) ;
    
                                       [x, y, ও z এর মান বসিয়ে]
    
                  = a + b + c - a + b + c + b - c + a
    
                  = a + b + b + b + c = a + 3b + c
    
                  = ডানপক্ষ
    
            :. x - y + z = a + 3b + c

    1. Report
  8. Question:`a^2, b^2, c^2 `তিনটি বীজগণিতীয় রাশি হলে, ক. `b^2` এর সাংখ্যিক সহগ কত ? খ. `a^2` এর দ্বিগুনের সাথে `c^2` এর তিনগুণ যোগ কর । গ. `a^2` এর তিনগুণ থেকে `b^2` এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে `c^2` এর চারগুণ যোগ কর । 

    Answer
    ক.  `b^2 = 1 xx b^2`
    
          `:. b^2` এর সাংখ্যিক সহগ  1
    
       
       খ. ` a^` এর দ্বিগুণ হলো `2a^2`
    
            এবং `c^2` এর তিনগুণ হলো` 3c^2` 
    
            :. নির্ণেয় যোগফল `2a^2 + 3c^2`
    
    
       গ. `a^2` এর তিনগুণ হলো `3a^2`
    
           `b^2`  এর দ্বিগুণ হলো` 2b^2` 
    
           `3a^2` থেকে `2b^2` এর বিয়োগফল `(3a^2 - 2b^2)`
    
           `c^2` এর চারগুণ হলো` 4c^2` 
    
            বিয়োগফলের সাথে `4c^2` যোগ করলে 
    
        :. নির্ণেয় যোগফল `(3a^2 - 2b^2) + 4c^2`
    
                           `= 3a^2 - 2b^2 + 4c^2`

    1. Report
  9. Question:একটি খাতার দাম x টাকা একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে, ক. 3টি খাতা ও 2 কলমের মোট দাম কত ? খ. 5টি খাতা ও 8 টি পেন্সিলের মোট দাম থেকে 10 টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর । গ. 3x - 2y + 5z দ্বারা কি বোঝায় ? y ও z এর সাংখ্যিক সহগ কত ? x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত ? 

    Answer
    ক.  3 টি খাতার দাম 3x টাকা
    
             এবং 2 টি কলমের দাম 2y টাকা
    
            :. 3 টি খাতা ও 2 টি কলমের মোট দাম (3x + 2y) টাকা
    
    
       খ.  5 টি খাতার দাম 5x টাকা
    
           এবং 8 টি পেন্সিলের দাম  8z টাকা
    
         :. 5 টি খাতা ও 8 টি পেন্সিলের মোট দাম থেকে (5x + 8z) টাকা
    
          10 টি কলমের দাম 10y টাকা
    
          খাতা ও পেন্সিলের মোট দাম থেকে 10 টি কলমের দাম বাদ দিলে হবে
    
         = (5x + 8z) - 10y টাকা = 5x + 8z - 10y টাকা
    
         :. বীজগণিতীয় রাশি = 5x + 8z - 10y
    
    
    গ.   3x হলো 3টি খাতার দাম
    
          2y হলো 2 টি কলমের দাম এবং 5z হলো 5 টি পেন্সিলের দাম ।
    
          3x - 2y + 5z অর্থাৎ 3 টি খাতার দাম থেকে 2 টি কলমের দাম বিয়োগ করে 
    
          বিয়োগফলের সাথে 5 টি পেন্সিলের দাম যোগ
    
          3x - 2y + 5z এ y এর সাংখ্যিক সহগ  - 2 এবং z এর সাংখ্যিক সহগ 5
    
          3x - 2y + 5z রাশিতে x, y,ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে 
    
          3, - 2 ও 5
    
         এদের গুণফল `= 3 xx (- 2) xx 5 = - 30 `  (Ans)

    1. Report
  10. Question:`5x^2 + xy + 3y^2, x^2 - 8xy, y^2 - x^2 + 10xy`তিনটি বীজগণিতীয় রাশি হলে, ক. প্রথম রাশির পদসংখ্যা কয়টি এবং কী কী ? খ. রাশি তিনটি যোগ করে । যোগফলের xy এর সহগ কত ? গ. `(5x^2 + xy + 3y^2) - (x^2 - 8xy) - (y^2 - x^2 + 10xy)` সরল করে এর মান নির্ণয় কর ; যখন x = 2 এবং y = 1 

    Answer
    ক. প্রথম রাশি `5x^2 + xy + 3y^2`
    
              প্রথম রাশির পদসংখ্যা তিনটি এবং পদগুলো হলো `5x^2, xy` এবং `3y^2`
    
    
     খ.   `5x^2 + xy + 3y^2, x^2 - 8xy, y^2 - x^2 + 10xy`রাশি তিনটি যোগ করে 
    
           `5x^2 + xy + 3y^2`
    
            `x^2 - 8xy`
    
           `- x^2 + 10xy + y^2`
            ___________________
            `5x^2 + 3xy + 4y^2`
    
         :. নির্ণেয় যোগফল `5x^2 + 3xy + 4y^2`
    
          :. যোগফলের xy  এর সহগ 3
    
    
      গ. `(5x^2 + xy + 3y^2) - (x^2 - 8xy) - (y^2 - x^2 + 10xy)`
    
             `= 5x^2 + xy + 3y^2 - x^2 + 8xy - y^2 + x^2 - 10xy`
    
             `= (5x^2 - x^2 + x^2) + (xy + 8xy - 10xy) + (3y^2 - y^2)`
    
             `= 5x^2 - xy + 2y^2`
    
             `= 5 xx (2)^2 - 2 xx 1 + 2 xx (1)^2 ;` [x = 2 y = 1 বসিয়ে ]
    
             `= 5 xx 2 xx 2 - 2 + 2 xx 1 xx 1`
    
             `= 20 - 2 + 2`
    
             `= 20`

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd