Question:বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খাদ যোগ করা হয় কেন?
Answer
বিশুদ্ধ অর্ধপরিবাহীতে (যেমন, সিলিকন) মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম থাকে। এতে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌলের পরমাণুর খাদ যুক্ত করায় মুক্ত ইলেকট্রন বা হোলের সংখ্যা অর্থাৎ আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। এতে বিভব পার্থক্য প্রয়োগে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায়।