আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খাদ যোগ করা হয় কেন? 

    Answer
    বিশুদ্ধ অর্ধপরিবাহীতে (যেমন, সিলিকন) মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম থাকে। এতে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌলের পরমাণুর খাদ যুক্ত করায় মুক্ত ইলেকট্রন বা হোলের সংখ্যা অর্থাৎ আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। এতে বিভব পার্থক্য প্রয়োগে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায়।






    1. Report
  2. Question:বর্তমান যুগে রেডিও তরঙ্গের ব্যবহার বর্ণনা কর। 

    Answer
    রেডিও তরঙ্গ ব্যবহার করে তৈরি রেডিও গ্রহাক যন্ত্র হলো বিনোদন ও যোগাযোগের একটি ব্যাপক ও গুরুত্বপূর্ণ মাধ্যম। সেনাবাহিনী ও পুলিশবাহিনীতে ওয়াকিটকি ও ওয়্যারলেস ফোনে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। যোগাযোগে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে মোবাইলে বা সেলুলার টেলিফোনে রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd