আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
  1. Question:হেস্ক্রিয় বিকিরণ নির্গত করে এমন কয়েকটি মৌলের নাম লিখ। 

    Answer
    ইউরেনিয়াম, রেডিয়াম, পোলেনিয়াম, থোরিয়াম, অ্যাকটেনেয়াম প্রভৃতি ভারী মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয়।

    1. Report
  2. Question:তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী? 

    Answer
    তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো বেকরেল।

    1. Report
  3. Question:এডিসন ক্রিয়া ব্যাখ্যা কর। 

    Answer
    বিজ্ঞানী এডিসন তাঁর আবিষ্কৃত বাল্বের ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেন তখন ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলে। কিন্তু প্লেটকে ঋণাত্মক বিভব দিয়ে তড়িৎপ্রবাহ চলে না। তিনি বিষয়টির ব্যাখ্যা এভাবে দেন, যেহেতু উত্তপ্ত ফিলামেন্ট থেকে নিঃসৃত আধান ধনাত্মক প্লেটের দিকে যায়, সুতরাং এ আধান ঋণাত্মক। প্লেট ঋণাত্মক হলে ঐ নিঃসৃত আধানকে বিকর্ষণ করে ফলে বর্তনীতে কোনো তড়িৎপ্রবাহ থাকে না। এটাই এডিসন ক্রিয়া নামে পরিচিত।

    1. Report
  4. Question:ইলেকট্রনিক্স কী? 

    Answer
    ভ্যাকুয়াম টিউব, বিশেষ ধরনের কেলাস ও চিপের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ হলো ইলেকট্রনিক্স।

    1. Report
  5. Question:ট্রায়োড ভ্যাকুয়াম টিউবে গ্রীড কী কাজ করে? 

    Answer
    ট্রায়োড ভ্যাকুয়াম টিউবে তিনটি ইলেকট্রোড থাকে যথাঃ এনোড, ক্যাথোড ও গ্রীড। গ্রীড, এনোড থেকে ক্যাথোডে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে।

    1. Report
  6. Question:আইসি কী? 

    Answer
    আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্তিব বর্তনী। এটি হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমেদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী অঙ্গীভূত থাকে।

    1. Report
  7. Question:তেজস্ক্রিয়া কাকে বলে? 

    Answer
    তেজস্ক্রিয়তা একটি প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত ও অবিরাম ঘটনা। ভারী মৌলিক পদা্র্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।

    1. Report
  8. Question:মৌলিক কণিকা কাকে বলে? 

    Answer
    মৌলিক কণিকা হল সে সকল কণিকা যা দিয়ে সকল ব্স্ত তৈরি।

    1. Report
  9. Question:মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো লিখ। 

    Answer
    মৌলিক কণিকার বৈশিষ্ট্যঃ
    ১. সকল বিক্রিয়ায় এদের আধান, ভরশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে।
    ২. সকল ব্যরিয়ন ও ল্যাপটনের স্ফিন 1/2, সকল মেসনের স্পিন 0 এবং ফোটনের স্পিন- 1।
    ৩. `pie^0` মেসন ও ফোটন ছাড়া সকল কণিকার স্বতন্ত্র প্রতিকণিকা আছে। 
    ৪. আধান ও চৌম্বক মোমেন্ট ছাড়া কণিকা ও প্রতিকণিকা একই রকম।

    1. Report
  10. Question:কম্পিউটার কী? 

    Answer
    কম্পিউটার শব্দের অর্থ হলো গণক। তবে কম্পিউটার গণনা ছাড়াও আরো অনেক কিছু করে। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা উপাত্তত গ্রহণ, প্রক্রিয়াকরণ, রূপান্তর, সংরক্ষণ ও প্রেরণ করে। প্রতিটি কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়; যা কম্পিউটারকে বলে দেয় তাকে কী করতে হবে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd