বস্তুর উপর তাপের প্রভাব
  1. Question:তাপমাত্রিক পদার্থ কাকে বলে? 

    Answer
    তাপমাত্রার পরিবর্তনে যে সকল পদার্থের কোনো বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং এ ধর্মের পরিবর্তন লক্ষ করে তাপমাত্রা পরিমাপ করা যায়, সে সকল পদার্থকে তাপমিতিক পদার্থ বলে।

    1. Report
  2. Question:`0^0C` তাপমাত্রার পানি অপেক্ষা `0^0C` তাপমাত্রার বরফ বেশি ঠান্ডা বোধ হয় কেন? 

    Answer
    `0^0C` তাপমাত্রার পানিতে যে পরিমাণ তাপ থাকে সমভরের `0^0C` তাপমাত্রার বরফের মধ্যে তা অপেক্ষা কম তাপ থাকে। এজন্য `0^0C` তাপমাত্রার পানিতে হাত রাখলে ঐ পানি হাত হতে যে হারে তাপ গ্রহণ করে, হাতকে `0^0C` তাপমাত্রার বরফে রাখলে তা অপেক্ষা অধিক হারে তাপ হাত হতে গ্রহণ করে ৈএবং এই সুপ্ততাপ হিসেবে গ্রহণ করে বরফ গলতে থাকে। এ কারণে `0^0C` তাপমাত্রার পানি অপেক্ষা `0^0C` তাপমাত্রা বরফ বেশি ঠান্ডা বোধ হয়।

    1. Report
  3. Question:অভ্যন্তরীণ শক্তি কী? 

    Answer
    পদার্থের অণুগুলোর গতিশীক্ত ও স্থিতিশক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে।

    1. Report
  4. Question:বোতলের ছিপি খুলতে একে গরম করা হয় কেন? 

    Answer
    আমরা জানি, তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়। কাজেই বোতলের ছিপি খুলতে বোতলের মুখ খানিকটা গরম করলে তার মুখের ব্যাস বৃদ্ধি পায়। কাচের চেয়ে ছিপির প্রসারণ সহগ বেশি বলে বোতল অপেক্ষা ছিপি বেশি প্রসারিত হয় এবং ছিপি ঢিলা হয়ে যায়। ফলে ছিপি টেনে খোলা যায়।

    1. Report
  5. Question:তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? 

    Answer
    কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বস্তুর মধ্যে অণুগুলোর গতিশক্তির বৃদ্ধি পায়। তখন একই শক্তি নিয়ে ভিতরের দিকে যতটা সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে বেশি সরে আসতে পারবে। এর ফলে প্রত্যেক অণু গড় সাম্যাবস্থান থেকে বাইরের দিকে সরে যায় এবং কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

    1. Report
  6. Question:`1^0C` কী? 

    Answer
    স্বাভাবিক চাপে গলন্ত বরফের এবং ফুটন্ত পানির তাপমাত্রার ব্যবধানের একশত ভাগের এক ভাগই `1^0C` বা এক ডিগ্রি সেলসিয়াস।

    1. Report
  7. Question:তাপধারণ ক্ষমতার একক কী? 

    Answer
    তাপধারণ ক্ষমতার একক `JK^(-1)`।

    1. Report
  8. Question:তাপমাত্রা কী? 

    Answer
    তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।

    1. Report
  9. Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

    Answer
    কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা দুইটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয়গুলো হচ্ছে- ১. বস্তুর ভর এবং ২. বস্তুর উপাদান।

    1. Report
  10. Question:বরফ বিন্দু কী? 

    Answer
    প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাই বরফ বিন্দু।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd