বস্তুর উপর তাপের প্রভাব
  1. Question:তাপ ও তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা কর। 

    Answer
    তাপ হলো পদার্থের অণুগুলোর গতিশক্তির উপর নির্ভরশীল এরূপ এক প্রকার শক্তি। এক্ষেত্রে তাপ হলো অণুগুলোর মোট গতিশক্তির সমান। আর তাপমাত্রা হলো পদার্থের তাপীয় অবস্থা যা অণুগুলোর গড় গতিশক্তির উপর র্নিভর করে। সুতরাং তাপ ভরের উপর নির্ভর করলেও তাপমাত্রা পদার্থের বা বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাপমাত্রা হলো মূলত তাপের উপস্থিতির ফল এবং তাপমাত্রার পার্থক্যের কারণে তাপের প্রবাহ সৃষ্টি হয়।

    1. Report
  2. Question:স্ফুটন কাকে বলে? 

    Answer
    তাপ প্রয়োগ করে কোনো তরলের তাপমাত্রা বাড়িয়ে দ্রুত বাষ্পে পরিণত করার পদ্ধতিকে স্ফুটন বলা হয়।

    1. Report
  3. Question:`30^0C` তাপমাত্রার পানি বাষ্পে পরিণত হবার সময় তাপমাত্রার অবস্থার যে পরিবর্তন ঘটে তার ধাপসমূহ লিখ। 

    Answer
    `30^0C` তাপমাত্রার পানি বাষ্পে পরিণত হতে ২ ধাপে তাপ গ্রহণ করে। ১ম ধাপ: `30^0C` তাপমাত্রার পানি তাপ গ্রহণ করে `100^0C` তাপমাত্রায় উন্নীত হবে। এসময় পানির তাপমাত্রা হবে `100^0C`।
    ২য় ধাপ: `100^0C` তাপমাত্রার পানি `100^0C` তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এসময় পানি সু্প্ততাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হয়।

    1. Report
  4. Question:প্রকৃত প্রসারণ কাকে বলে? 

    Answer
    তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা সম্ভব হলে তরলের যে আয়তন প্রসারণ পাওয়া যেত তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে।

    1. Report
  5. Question:কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত? 

    Answer
    কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক 273 K ।

    1. Report
  6. Question:কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ জানা প্রয়োজন কেন? 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পদার্থ কতটুকু প্রসারিত হয় তা অনেক সময় জানা প্রয়োজন হয়। দৈর্ঘ্য প্রসারাঙ্ক জানা থাকলে পদার্থের প্রসারণে এই পরিমাণ জানা সম্ভব হয়। যেমন- রেল লাইনে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু প্রসারিত হবে তা জানা থাকলে লাইন বেঁকে যাওয়া জনিত রেল দুর্ঘনা এড়ানো সম্ভব হয়।

    1. Report
  7. Question:ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাংক কত? 

    Answer
    ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্ক `32^0F`।

    1. Report
  8. Question:টানা তরগুলো টানটান অবস্থায় থাকলে কী ঘটতো? 

    Answer
    টানা তারগুলো টানটান অবস্থায় থাকলে তাপমাত্রা হ্রাসে তারে টান সৃষ্টি হতো। ফলে তারটি ছিড়ে যাবার সমূহ সম্ভাবনা থাকতো।

    1. Report
  9. Question:সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক কত? 

    Answer
    সেলসিয়াস স্কেলে বরফের গলনা্ঙ্ক `0^0C`।

    1. Report
  10. Question:কেলভিন কাকে বলে? 

    Answer
    পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd