Question:তাপ ও তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা কর।
Answer
তাপ হলো পদার্থের অণুগুলোর গতিশক্তির উপর নির্ভরশীল এরূপ এক প্রকার শক্তি। এক্ষেত্রে তাপ হলো অণুগুলোর মোট গতিশক্তির সমান। আর তাপমাত্রা হলো পদার্থের তাপীয় অবস্থা যা অণুগুলোর গড় গতিশক্তির উপর র্নিভর করে। সুতরাং তাপ ভরের উপর নির্ভর করলেও তাপমাত্রা পদার্থের বা বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাপমাত্রা হলো মূলত তাপের উপস্থিতির ফল এবং তাপমাত্রার পার্থক্যের কারণে তাপের প্রবাহ সৃষ্টি হয়।