ভৌত রাশি ও পরিমাপ
  1. Question:গণিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন? 

    Answer
    গণিতের নতুন শাখা ক্যালকুলাস নিউটন আবিষ্কার করেন।

    1. Report
  2. Question:আর্কিমিডিসের মৃত্যু পরবর্তী সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কেন? 

    Answer
    আর্কিমিডিসের মৃত্যুর পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। আর্কিমিডিস মৃত্যুবরণ করেন ২১২ খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপডূর্ব ২১২ এর পরবর্তী সময় থেকে ত্রয়োদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি। তাই এ সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয়।

    1. Report
  3. Question:এক মোল বলতে কী বোঝ? 

    Answer
    পদার্থের পরিমাণের একক মোল। যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যাক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু,ত অণু আয়ন ইলেকট্রন ইত্যাদি) বা এগুলোর নির্দিষ্ট কোনো গ্রুপ থাকে তাকে এক মোল বলে।

    1. Report
  4. Question:তাপমাত্রার এস আই একক কী? 

    Answer
    তাপমাত্রার এস আই একক কেলভিন।

    1. Report
  5. Question:মৌলিক রাশি কাকে বলে? 

    Answer
    যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।

    1. Report
  6. Question:`S = ut + 1/2 at^2` মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই কর। 

    Answer
    `S = ut + 1/2 at^2`
    এ সমীকরণে S হলো সরণ যার মাত্রা L, 
    u হলো আদিবেগ, এর মাত্রা `LT^(-1)`
    a হলো ত্বরণ, এর মাত্রা `LT^(-2)`
    t হলো সময়, এর মাত্রা T 
    `:.` ut এর মাত্রা হলো = `LT^(-1)xxT=L`
    `at^2` এর মাত্রা হলো = `LT^(-2)xxT^2=L`
    উপরিউক্ত সমীকরণের বাম দিকের পদটির মাত্রা L এবং ডান দিকের দুটি পদের মাত্রাও LG
    সুতরাং সমীকরণটি সত্য।

    1. Report
  7. Question:বায়ুপাম্প আবিষ্কার করেন কে? 

    Answer
    ভনগুয়েরিক।

    1. Report
  8. Question:স্ক্রুগজের পিচ 1mm বলতে কী বোঝ? 

    Answer
    স্ক্রু-গজের পিচ 1mm বলতে বোঝায়, স্ক্রু-গজের টুপি একবার ঘুরালে এর 1mm সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর এটি 1mm দৈর্ঘ্য অতিক্রম করে।

    1. Report
  9. Question:প্রদত্ত সমীকরণে কোন রাশিগুলো মৌলিক এবং কোনগুলো লব্ধ-কারণসহ লিখ। 

    Answer
    প্রদত্ত সমীকরণ F = `(Gm_1m_2)/r^2`
    এই সমীকরণে `m_1, m_2` ও r মৌলিক রাশি। কারণ এ সকল রাশি সআবধীন ও নিরপেক্ষ, এরা অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে।
    F ও G লব্ধ রাশি। কারণ এ সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ নয়, এরা মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়।

    1. Report
  10. Question:কোন সালে দুনিয়া জোড়া একই রকম একক চালু সিদ্ধান্ত হয়? 

    Answer
    1960 সালে দুনিয়া জোড়া একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd