1. Question:বিভিন্ন উপাদানের বিত্তিতে মাটি কত প্রকার? এঁটেল মাটির ২টি বৈশিষ্ট্য লেখ। যে মাটিতে বালি, কাদা ও হিউমাস থাকে সে মাটির নাম ও রং কী? 

    Answer
    বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটি তিন প্রকার।এঁটেল মাটির দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ:
    ১. এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়।
    ২. ভেজা মাটি আঠালো কিন্তু শুকনো মাটি মসৃণ।
    যে মাটিতে বালি, কাদা ও হিউমাস থাকে সেটি হলো দোআঁশ মাটি। দোআঁশ মাটির রং কালো।

    1. Report
  2. Question:করিম মিয়ার জমিতে খুব বেশি তরমুজ হয়েছে। এ জমিতে কী মাটি রয়েছে? এ মাটির দুটি বৈশিষ্ট্য লেখ। এমন মাটিতে জন্মে আরও দুটি ফসলের নাম লেখ। 

    Answer
    এ মাটিতে বেলে মাটি রয়েছে।
    বেলে মাটির ২টি বৈশিষ্ট্য হলো:
    ১. বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়।
    ২. বেলে মাটি শুকনো ও দানাদার হয়ে থাকে।
    এ মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম হলো:
    ১. চিনাবাদাম
    ২. ফুটি

    1. Report
  3. Question:তুমি গ্রামে গিয়ে লালচে রঙের মাটি দেখতে পেলে। এটি কোন ধরনের মাটি? এ মাটির ৪টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    এঁটেল মাটি।
    এঁটেল মাটির ৪টি বৈশিষ্ট্য হলো:
    ১. ভেজামাটি আঠালো।
    ২. এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট।
    ৩. শুকনো মাটি মসৃণ।
    ৪. এর রং লালচে।

    1. Report
  4. Question:তোমার এলাকার মাটিতে হিউমাস মিশে আছে। এ মাটির ৩টি বৈশিষ্ট্য লেখ। এমন মাটিতে জন্মে আরো ৪টি ফসলের নাম লেখ। 

    Answer
    দোআঁশ মাটিতে হিউমাস মিশে থাকে।
    এ মাটির ৩টি বৈশিষ্ট্য:
    ১. এ মাটিতে বালু, কাদা ও হিউমাস মিশে থাকে।
    ২. এ মাটি পানি ধরে রাখতে পারে।
    ৩. এ মাটিতে অতিরিক্ত পানি জমে থাকে না।
    দোআঁশ মাটিতে জন্মে এমন ৪টি ফসল হলো-
    ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট।

    1. Report
  5. Question:আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। 

    Answer
    আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো-
    ১. বায়ু থাকার কারণে গাছের ডালপালা ও পাতা নড়ে।
    ২. জোরে হাঁটলে আমাদের গায়ে বাতাস লাগে।
    ৩. নৌকা পাল পাতাস ব্যবহার করে পানিতে চলাচল করা।

    1. Report
  6. Question:বায়ুর চারটি উপাদানের নাম লেখ।। 

    Answer
    বায়ুর চারটি উপাদানের নাম হলো-
    ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।

    1. Report
  7. Question:বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় লেখ। 

    Answer
    বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় হলো-
    ১. পায়ে হাটা অথবা সাইকেলে চলাচল করা।
    ২. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
    ৩. গাড়ির কালো ধোঁয়া রোধ করা।

    1. Report
  8. Question:বায়ু কী? 

    Answer
    পরিবেশের একটি উপাদান।

    1. Report
  9. Question:সাইকেল ও গাড়ির চাকায় কী ব্যবহার করা হয? 

    Answer
    সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয।

    1. Report
  10. Question:আগুন নেভানোর যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? 

    Answer
    কার্বন ডাই অক্সাইড।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd