1. Question:জীবের বেঁচে থাকার জন্যে বায়ুর কোন উপাদানটি প্রয়োজন? 

    Answer
    জীবের বেঁচে থাকার জন্যে বায়ুর অক্সিজেন প্রয়োজন।

    1. Report
  2. Question:কোনটি হৃদরোগের মূল কারণ? 

    Answer
    দূষিত বায়ু গ্রহণ।

    1. Report
  3. Question:উদ্ভিদের বায়ুর নাইট্রোজেন দরকার হয় কেন? 

    Answer
    উদ্ভিদের বায়ুর নাইট্রোজেন দরকার হয় উদ্ভিদের বৃদ্ধির জন্যে।

    1. Report
  4. Question:কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের কী কাজে লাগে? 

    Answer
    উদ্ভিদের খাদ্য তৈরিতে।

    1. Report
  5. Question:মোমবাতি জ্বালাতে বায়ুর কোন উপাদানটি প্রয়োজন? বায়ুর চারটি ব্যবহার লেখ। 

    Answer
    মোমবাতি জ্বালাতে বায়ুর অক্সিজেন প্রয়োজন।
    বায়ুর চারটি ব্যবহার হলো-
    ১. সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহৃত হয়।
    ২. নৌকার পালে বাতাস ব্যবহার করা হয়।
    ৩. গরম লাগলে মানুষ বায়ুর সাহায্যে শরীর ঠান্ডা করে।
    ৪. উইন্ডমিলের চাকায় বায়ুর প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়।

    1. Report
  6. Question:সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? গ্যাসটির ৪টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    সোডা জাতয়ি কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়।
    গ্যাসটির ৪টি বৈশিষ্ট্য হলো:
    ১. এ গ্রাসটি উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।
    ২. গ্যাসটি আগুন নেভাতে সহায়ক।
    ৩. এ গ্যাসটি আগুন জ্বালাতে পারে না।
    ৪. গ্যাসটি আমার নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেই।

    1. Report
  7. Question:তুমি বেঁচে আছ বায়ুর একটি উপাদানের জন্য। উপাদানটির ৪টি প্রয়োজনীয়তা লেখ। 

    Answer
    উপাদানটি হলো বায়ুর অক্সিজেন।
    উপাদানটির ৪টি প্রয়োজনীয়তা হলো-
    ১. উদ্ভিদ যে অক্সিজেন ছেড়ে দেয় প্রাণী তা শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহণ করে।
    ২. এ গ্যাসটি কোন কিছু জ্বলতে সহায়তা করে।
    ৩. হাঁপানী বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়।
    ৪. এছাড়াও ডুবুরীরা পানির নিচে কোনো অনুসন্ধান চালাতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার ব্যবহার করে।

    1. Report
  8. Question:ঢাকার কাঝেই আশুলিয়ায় রয়েছে অনেক ইটের ভাটা ও কলকারখানা। আশুলিয়ার কোনটির দূষণ ঘটবে? এ দূষণ প্রতিরোধের ২টি উপায় লিখ ও ২টি ফলাফল লিখ। 

    Answer
    আশুলিয়ায় বায়ুদূষণ ঘটবে। এ দূষণ প্রতিরোধের ২টি উপায়-
    ১. কলকারখানা ও ইট ভাটা হতে কালো ধোঁয়া বের হওয়া বন্ধ করা।
    ২. এ ধোঁয়া বাতাসে মিশতে না দেয়া।
    এ দূষণের ফলাফল:
    ১. হৃদরোগ হতে পারে।
    ২. শ্বাস-প্রশ্বাসের রোগ হতে পারে।

    1. Report
  9. Question:বায়ু দূষণের ফলে হতে পারে এমন একটি রোগের নাম লেখ। এ দূষণের ৪টি কারণ লেখ। 

    Answer
    দূষিত বায়ু গ্রহণের  ফলে হৃদরোগ হতে পারে।
    বায়ু দূষণের চারটি কারণ নিম্নরূপ।
    ১. মোটরগাড়ি ও কলকারখানার ধোঁয়া।
    ২. আগুনের ছাই ও ধোঁয়া।
    ৩. সিগারেটের ধোঁয়া।
    ৪. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা।

    1. Report
  10. Question:খাদ্য তৈরিতে কে বায়ু ব্যবহার করে? বায়ুর চারটি ব্যবহার লেখ। 

    Answer
    উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। বায়ুর চারটি ব্যবহার নিম্নরূপ:
    ১. সাইকেল ও গাড়ির চাকায়।
    ২. নৌকার পাল-এ।
    ৩. শরীর ঠান্ডা করার কাজে।
    ৪. উইন্ডমিলের চাকা ঘুরাতে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd