Question:অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য কোন গ্যাসটি প্রয়োজন? উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় গ্যাসটির নাম ও ২টি ব্যবহার লেখ। আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাসটি উপস্থিত থাকে।
Answer
অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে প্রয়োজহনীয় গ্যাসটি হলো কার্বন-ডাই-অক্সাইড। কার্বন-ডাই-অক্সাইড গ্যাসটির ২টি ব্যবহার: ১. আগুন নেভানোর যন্ত্রে। ২. সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে। আলুর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসটি উপস্থিত থাকে।