Question:নিরাপদের পুকুরে সবাই গোসল করে, আবর্জনা ফেলে ও গরু ছাগল গোসল করায়। পুকুরটি দূষিত হওয়ার আরও দুটি কারণ লিখ। পুকুরটিকে দূষণমুক্ত করার তিনটি উপায় লেখ।
Answer
পুকুরটি দুষিত হওয়ার আরও দুটি কারণ হলো- ১. পুকুর পাড়ে পায়খানা বা প্রস্রাব করা। ২. পুকুরের পানিতে কাপড় চোপড় ধোয়া। পুকুরটিকে দূষণমুক্ত করার ৩টি উপায় হলো- ১. ময়লা, আবর্জনা না ফেলা। ২. ময়লা কাপড়-চোপড় না ধোয়া। ৩. গরু, ছাগল গোসল না করানো।