আবহাওয়া ও জলবায়ু
  1. Question:আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? 

    Answer
    আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল নিচে আলোচনা করা হলো-
    কোনো বছরের কোনো নির্দিষ্ট সময়ে আবহাওয়া সম্পর্কে জানতে হলে জলবায়ু জানা জরুরী। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া পরিবর্তনের যে ধরা তাই জলবায়ু পরিমাপক। আবার, জলবায়ু ও আবহাওয়ার উপাদানগুলো একই এবং সেগুলো হলো তাপমাত্রার আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ।
    অন্যদিকে, আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।

    1. Report
  2. Question:জানুয়ারি এবং জুলাই এর মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত? কেন? 

    Answer
    জানুয়ারী এবং জুলাই এর মধ্যে জানুয়ারী মাসটি বনভোজনের জন্য উপযুক্ত। কেননা বাংলাদেশে বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্ট মাসে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পমিাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। ফলে বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। ফলে বর্ষাকাল বনভোজনের জন্য উপযুক্ত সময় নয়। অন্যদিকে, জানুয়ারী মাসটি মূলত শীতের শেষ সময়। এই সময়ে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়, তাই বায়ুর চাপ কম হয়। বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি থাকে। তাই শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগ থেকে আসে বলেএতে জলীয়বাষ্প কম থাকে। এজন্য শীতকাল শুষ্ক থাকে। এবং বৃষ্টিপাত কম হয়। তাই বলা যায়, জানুয়ারী মাসটি বনভোজনের জন্য উপযুক্ত।

    1. Report
  3. Question:আমাদের দেশে আমরা কোন সময কালবৈশাখী দেখতে পাই? 

    Answer
    আমাদের দেশে আমরা সাধারণত চৈত্রের শেষে ও বৈশাখ মাসে বিকেলের দিকে কালবৈশিাখী দেখতে পাই।

    1. Report
  4. Question:আবহাওয়া পরিবর্তনের দুইটি নিয়ামকের নাম লেখ। 

    Answer
    আবহাওয়া পরিবর্তনের দুইটি নিয়ামকের নাম হলো-
    ১. জলীয় বাষ্প ও ২. সুর্যের তাপ।

    1. Report
  5. Question:বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ। 

    Answer
    বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো-
    ১. ঘূর্ণিঝড় ও ২. কালবৈশাখী।

    1. Report
  6. Question:নিম্ন চাপ কী? 

    Answer
    কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায়। একে নিম্নচাপ বলে।

    1. Report
  7. Question:আবহাওয়া পরিবর্তনের একটি নিয়ামকের নাম লেখ। 

    Answer
    আবহাওয়া পরিবর্তনের একটি নিয়ামক হলো- বায়ু প্রবাহ।

    1. Report
  8. Question:জলবায়ু কী? 

    Answer
    কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু।

    1. Report
  9. Question:মৌসুমী বায়ুপ্রবাহ কীভাবে সৃষ্টি হয়? 

    Answer
    স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থার জন্য বায়ুর উচ্চচাপ সৃষ্টি করে। এর ফলেই মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।

    1. Report
  10. Question:আর্দ্রতা কী? 

    Answer
    আর্দ্রতা হলো বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd