Question:তাপদাহ কাকে বলে?
Answer
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে তাপদাহ বলা হয।
Question:তাপদাহ কাকে বলে?
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে তাপদাহ বলা হয।
Question:শৈত্য প্রবাহ কীভাবে সৃষ্টি হয়?
শীতকালে উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে গিয়ে শৈত্য প্রবাহ সৃষ্টি হয়।
Question:কালবৈশাখী কী?
গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড়হয় তাই কালবৈশাখী নামে পরিচিত।
Question:টর্নেডো কী?
টর্নেডো হলে সরু, র্ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ।
Question:টর্নেডো ফলে ঘটা ৩টি ক্ষয়ক্ষতির উদাহরণ দাও।
টর্নেডো ফলে ঘটা ৩টি ক্ষয়ক্ষতি হলো- ১. ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাওয়া। ২. দেয়াল ভেঙ্গে পড়া। ৩. ফসলের ব্যাপক ক্ষতি হওয়া।
Question:শফিক দিনের নির্দিষ্ট সময়ে আকাশ ও বায়ুমন্ডলের অবস্থা দেখে পোশাক পরিধান করে। এই নির্দিষ্ট সময়ের অবস্থাকে কী বলে? এটি পরিবর্তনের নির্দিষ্ট ধারার নামকী? এ সম্পর্কে তিনটি বাক্য লেখ।
উদ্দীপকের ঐ নির্দিষ্ট সময়ের অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারার নাম জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বছরের কোনো সময়ের আবাহওয়া কেমন হতে পারে তা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করা যায়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
Question:একটি মাছবাহী ট্রলার সমুদ্রে যাত্রা করলে হঠাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয়? এই চাপ কোন বায়ুপ্রবাহ সৃষ্টি করে?
অনুশীলনীর ২নং রচনামূলক প্রশ্নোত্তর দেখ। স্থলভাগ ও জলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থা বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে। ফলে মৌসুমি বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।
Question:গ্রীষ্মের ছুটিতে সামী মামাবাড়ি গেলে আবহাওয়ার বিরূপ প্রভাব লক্ষ করল। অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হলো। একে কী বলে? আমাদের দেশে এরূপ অবস্থা কখন দেখা দেয়? এটি উক্ত এলাকার কী ক্ষতি করে তা দুটি বাক্যে লেখ।
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ। আমাদের দেশে প্রতি বছরই তাপদাহ অনুভব করি। কিন্তু অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে সামীর মামাবাড়ি এলাকায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার তাপদাহের ফলে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়।
Question:রিপনদের বাড়ি উত্তরাঞ্চলে, শীতকালে এই অঞ্চলে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহের ফলে ঐ অঞ্চলের তাপমাত্রা কমে যায়। এ অবস্থাকে কী বলে? শুষ্ক আবহাওয়ায় উক্ত অঞ্চলে কী দেখা দেয়? এর দুটি কারণ লেখ।
উত্তরাঞ্চলে শীতকালে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহের ফলে তাপমাত্রা অস্বাভাবিভাবে কমে যায়। এ অবস্থাকে শৈত্যপ্রবাহ বলে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে এ অঞ্চলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রােই হলো খরার কারণ।
Question:গ্রীষ্মকালে তোমার দেশে বজ্রঝড় হয়। এই ঝড় কী নামে পরিচিত? এ ঝড় সম্পর্কে ৪টি বাক্য লেখ।
গ্রীষ্মকালের বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ: ১. স্থলবাভ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। ২. এ ঝড় সর্বোচ্চ ২০ কি.মি. এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। ৩. এ ঝড়ের সময় সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। ৪. মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি সৃষ্টি করে।