আবহাওয়া ও জলবায়ু
  1. Question:দিশা ব্রাক্ষ্মণ বাড়িয়াতে ঘটে যাওয়া এমন একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানলো যা সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। দিশা কোন দুর্যোগ সম্পর্কে জেনেছে? উক্ত দুর্যোগের ২টি বৈশিষ্ট্য লেখ। এর ক্ষয়ক্ষতি সম্পর্কে দুটি বাক্যে লেখ। 

    Answer
    দিশা টর্নেডো সম্পর্কে জেনেছে।
    টর্নোডোর ২টি বৈশিষ্ট্য নিম্নরূপ:
    ১. টর্নেডো আকারে এক কিলোমিটারের কম হয়।
    ২. এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়।
    টর্নেডোর ফলে ঘরবাড়ির ছাদ যেতে পারে, দেয়াল ভেঙ্গে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। টর্নোডো বড় বড় স্থাপনা ভেঙ্গে ফেলতে পারে।

    1. Report
  2. Question:কিছুদিন আগে বাগেরহাট নিম্নচাপের ফলে ঝড়ের সৃষ্টি হয়, এ ঝড়ের নাম কী? এর দুুটি বৈশিষ্ট্য লেখ। এর ঝড় কী ক্ষতি করে তা দুটি বাক্যে লেখ। 

    Answer
    বাগেরহাটে সৃষ্ট ঝড় হলো ঘুর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্যঝড়। এর বৈশিষ্ট্য নিম্নরূপ:
    ১. ৫০০-৮০০ কিলোমিটার এলাকা জুড়ি বিস্তৃত হয়।
    ২. অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপকহারে বাষ্পে পরিণত হয়।
    ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছা্বাসে লোকালয় পড্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝেমাঝে তীব্র জোয়ারের সৃষ্টি হয় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

    1. Report
  3. Question:স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ ও সমুদ্রে নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয় তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    দিনের বেলায় উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং মূল্যস্থান সৃষ্টি করে, নিম্নচাপ তৈরি করে। আবার সমুদ্রের উপরের ঠান্ডা বায়ু ভারী হয়ে নিচে নেমে গিয়ে সমুদ্রের উপর বায়ুর চাপ বৃদ্ধি করে। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে গিয়ে ফাঁকা স্থান তৈরি হয়, ফলে উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কিন্তু রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, ফলে স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়।

    1. Report
  4. Question:কালবৈশাখী ঝড় কখন, কেন হয়? ৫টি বাক্যে লেখ। 

    Answer
    গ্রীস্মকালে আমাদের দেশে যে বজ্যঝড় হয় তাই কালবৈশাখী। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাকীর সৃষ্টি হয়।  সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড়বেশি হয়। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘণীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলা বৃষ্টি ইত্যাদি সৃষ্টি যার কালবৈশাখী নামে পরিচিত।

    1. Report
  5. Question:কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। অত্রাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ঐ সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষল ধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিজড়ের ফলে জলোচ্ছাস সৃষ্টি হয়।

    1. Report
  6. Question:বৃষ্টিপাতের সাথে আর্দতার কি সম্পর্ক রয়েছে? 

    Answer
    বৃষ্টিপাতের সাথে আর্দ্রতার সম্পর্ক রয়েছে। আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয়বাষ্প বাড়লে বৃষ্টিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও কমে।
    ঢাকার মাসিক গড় বৃষ্টপাত ও আর্দ্রতা লক্ষা করলে দেখা যায় যে, বর্ষাকাল অর্থাৎ জুন হতে আগষ্ট মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ। কিন্তু শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রয়ারী মাসে বর্ষাকালের ও  আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd