জলবায়ুর পরিবর্তন
  1. Question:পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রবাব পড়বে? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল এক সময় পানির নিচে তলিয়ে যাবে। ফলে অনেক প্রাণহানি হবে ও অনেক মানুষ ঘরবাড়ি হারাবে। ফলে দেশে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে।

    1. Report
  2. Question:প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ লেখ। 

    Answer
    প্রাকৃতিক দুর্যোগেরএকটি কারণ হলো- গাছাপালা কেটে বনভূমি ধ্বংস করা।

    1. Report
  3. Question:বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।

    1. Report
  4. Question:‘গ্রিন হাউস’ বলতে কী বোঝায়? 

    Answer
    শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে গ্রিন হাউস বলে।

    1. Report
  5. Question:বাংলাদেশের জলবায়ু কেমন? 

    Answer
    বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।

    1. Report
  6. Question:জলবায়ু বলতে কী বুঝ? 

    Answer
    জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।

    1. Report
  7. Question:গ্রিন হাউজ গ্যাসগুলো কী কী? 

    Answer
    গ্রিন হাউজ গ্যাসগুলো হলো-
    ১. কার্বন ডাইঅক্সাইড;
    ২. মিথেন;
    ৩. জলীয় বাষ্প।

    1. Report
  8. Question:শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিন হাউজ বানানো হয়? 

    Answer
    শীত প্রধান দেশে শীতের তীব্রতা থেকে গাছপালাকে বাঁচিয়ে রাখতে গ্রীনহাউস বানানো হয়।

    1. Report
  9. Question:কোন অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন কোন কোন বিষয় দেখে নির্ণয় করা যায়? 

    Answer
    কোনো অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করতে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হয়, সেগুলো হলো-
    ১. তাপমাত্রা;
    ২. বৃষ্টপাতের পরিমাণ;
    কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা।

    1. Report
  10. Question:জলবায়ুর পরিবর্তন কাকে বলে? 

    Answer
    আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd